Breaking News

ভবানীপুর ভোট-মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত,কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কলকাতা হাইকোর্টে চলছিল ভবানীপুর উপনির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মামলার শুনানি | সূত্রের খবর, শুক্রবার এই মামলার শুনানি শেষ হয়েছে হাইকোর্টে | তবে রায়দান স্থগিত রেখেছেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল | তিনি শুনানিতে নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন বলেও জানা গিয়েছে | এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘নির্বাচন কমিশনের হলফনামা ত্রুটিপূর্ণ ও ভুলে ভরা |’ এদিন কমিশনের জমা দেওয়া হলফনামায় আদালত খুশি নয় বলে জানান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ | কমিশনের আইনজীবীকে তাঁরা প্রশ্ন করেন, ‘কোনও একটি নির্দিষ্ট কেন্দ্রে নির্বাচন করানোর সুপারিশ করার অধিকার কি মুখ্যসচিবের রয়েছে? কমিশনকে সুপারিশ করে মুখ্যসচিবের চিঠি লেখায় মুখ্যসচিবের ভূমিকা কী? চিঠিতে মুখ্যসচিব যে সাংবিধানিক সংকটের কথা উল্লেখ করেছেন তার বাস্তবতা কী?’কমিশনের আইনজীবী সওয়াল করে বলেন, নির্বাচনের সুপারিশ করে কোনও অসাংবিধানিক কাজ করেননি মুখ্যসচিব | আদলত পালটা প্রশ্ন করেন, একটি কেন্দ্রের জন্যই কেন সুপারিশ? বাকিরা কী দোষ করল | অন্য কেন্দ্রে মানুষের গণতান্ত্রিক অধিকার কি এই কেন্দ্রের থেকে কম?ভবানীপুরে কেন উপনির্বাচন না হলে সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে | এমন আশঙ্কা কে প্রকাশ করেছিল? এই বিষয়ে শুক্রবারের মধ্য়েই নির্বাচন কমিশনের হলফনামা চেয়েছিল হাইকোর্ট | মামলাকারী হাইকোর্টে দাবি করেছিলেন, দক্ষিণ কলকাতার ভবানীপুর,উত্তর ২৪ পরগণার খড়দহ, দক্ষিণ ২৪ পরগণার গোসাবা, নদিয়ার শান্তিপুর এবং কোচবিহারের দিনহাটা এই ৫ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হওয়ার কথা ছিল |কিন্তু শুধুমাত্র ভবানীপুরেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন | এই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্ট |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *