নিজস্ব সংবাদদাতা, বীরভূম :- এর আগেও এক অধ্যাপিকার নিয়োগ ইস্যুতে সাসপেন্ড করা হয়েছিল তাঁকে | প্রায় ৯ মাস ধরে সেই সাসপেনশন চলছে | ফের অর্থনীতির সেই অধ্যাপককে সাসপেন্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ | বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে শোকজ করেছে বিশ্বভারতী |বর্তমানে ছুটিতে রয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। শোনা যাচ্ছে, এখন দিল্লিতে রয়েছেন তিনি | তারই মাঝে ফের শোকজ করা হল অধ্যাপককে | সম্প্রতি বিশ্বভারতীর তিনজন পড়ুয়াকে বহিষ্কার করাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল | দিনের পর দিন ধরে আন্দোলনে নেমেছিলেন পড়ুয়ারা | শেষ পর্যন্ত হাইকোর্ট রায় দিয়েছে, বহিষ্কৃত পড়ুয়াদের ক্লাসে ফেরাতে হবে | এদিকে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সঙ্গেই ওই অধ্য়াপকও রিলে অনশনস্থলে গিয়েছিলেন বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে | কার্যত তার জেরেই এবার ওই অধ্যাপকের কাছে কারণ জানতে চেয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ | এদিকে বিশ্বভারতীর ওই অধ্যাপককে ফের শোকজ করার ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে বিভিন্ন মহলে |তবে বিশ্বভারতী সূত্রে খবর, এর আগে পাঠভবনের এক অধ্যাপিকা নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন সুদীপ্ত ভট্টাচার্য | বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মহলে তিনি চিঠি পাঠিয়েছিলেন | কিন্তু অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই তা প্রকাশ্যে আনার জেরে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল | সেই সাসপেনশন সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা ছিল | তার মধ্যেই ফের শোকজ অধ্যাপককে| প্রশ্ন উঠছে তবে কি আন্দোলন দমন করতে এবার অধ্যাপককে ছাঁটাইয়ের পথে হাঁটছে বিশ্বভারতী?