দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আনুষ্ঠানিকভাবে নন-এসি মেট্রো রেককে পুরোপুরিই বিদায় জানাল কলকাতা মেট্রোরেল, তাও আবার কলকাতা মেট্রোর ৩৮তম জন্মদিনেই |১৯৮৪ সালের ২৪ অক্টোবর এসপ্ল্যানেড থেকে প্রথম যাত্রী নিয়ে ছোটা শুরু হয়েছিল দেশের প্রথম মেট্রো রেলের | তারপর কেটে গিয়েছে বহু যুগ | অনেক ঝড় ঝাপটা সহ্য করে এগিয়ে গিয়েছে মেট্রোর পথ চলা |
সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে অনেক পরিবর্তন করেছে কলকাতা মেট্রো | উত্তরে দক্ষিণেশ্বর এবং দক্ষিণে কবি সুভাষ পর্যন্ত সম্প্রসারিত হয়েছে মেট্রো | পাশাপাশি চালু হয়েছে ইষ্ট-ওয়েস্ট মেট্রোর একটি শাখা | ১৯৮৪ সালের ২৪ অক্টোবর যার হাত ধরে প্রথম মাটির তলা দিয়ে ছুটেছিল নন-এসি মেট্রো, সেই তপন নাথ প্রথম দিন যাত্রী নিয়ে তাঁর মেট্রো ছোটানোর অভিজ্ঞতার কথা শোনালেন এদিন | তাঁর কথায়, “যখন শুনছি আর নন-এসি রেক চলবে না | মন তো একটু খারাপ হবেই | তবে সবেরই তো একটা মেয়াদ আছে | এগুলোর মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছিল | যেহেতু নতুন রেক পর্যাপ্ত আসেনি| তাই এতদিন এগুলো চালাতে হতো | এবার থেকে যাত্রীরা সব এসি রেকেই চড়বেন| অনেক অনেক স্মৃতি রয়েছে কলকাতা মেট্রোকে নিয়ে | তা কোনওদিন ঝাপসা হওয়ার নয় | বছর কয়েক আগে আমি অবসর নিয়েছি | কিন্তু এখনও মেট্রোর সঙ্গে আমার নাড়ির যোগ রয়ে গিয়েছে |’২০১০ সালের ৭ অক্টোবর মেট্রোয় প্রথম আসে বাতানুকূল কামরা | এরপর থেকে সংখ্যা বাড়তে বাড়তে বর্তমানে ২৮টি রেক এসে গিয়েছে | ফলে আর নন-এসি রেকের প্রয়োজন পড়বে না বলেই জানালেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক | রবিবার মেট্রোর জন্মদিনে একটি প্রদর্শনীরও আয়োজন করে মেট্রো কর্তৃপক্ষ | নন-এসি কামরাতে হয় সেই প্রদর্শনী | সেখানে মেট্রোর ইতিহাস, বর্তমান ও ভবিষ্যতকে মেলে ধরা হয়েছে |