Breaking News

অসুস্থ হয়ে এসএসকেএম-এ ভর্তি পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়! অবস্থা স্থিতিশীল

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়|এসএসকেএম-এর কার্ডিওলজি বিভাগে ভর্তি হয়েছেন পঞ্চায়েতমন্ত্রী | এখন আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে | আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল |এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর,মন্ত্রীর অ্যাঞ্জিয়োগ্রাফি হতে পারে বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে | তবে হাসপাতালের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি| প্রবল শ্বাসকষ্টের জন্যই তাঁকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে| তাঁর কোভিড টেস্টও করা হতে পারে বলে জানা গিয়েছে | প্রসঙ্গত, পুজোর সময় থেকেই হালকা জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন সুব্রতবাবু | তার জেরে করিয়েছিলেন কোভিড টেস্টও | যদিও তার রিপোর্ট নেগেটিভ এসেছিল | কিন্তু রবিবার রাত থেকেই তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হয় | তার জেরেই তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়, তবে এখন তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল আছে বলেই চিকিৎসকেরা জানিয়েছেন | সুব্রতবাবুর পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সুব্রত মুখোপাধ্যায় | গতকাল চেক আপের জন্য হাসপাতালে এসেওছিলেন| কিন্তু গতকাল রাত থেকেই প্রবল শ্বাসকষ্ট হওয়ায় পঞ্চায়েতমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালেপ কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয় | তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। উল্লেখ্য, পঞ্চায়েতমন্ত্রীর এমনিতেই সিওপিডি-র সমস্যা রয়েছে | ঠিক কী থেকে এমন অসুস্থতা, তা এখনও বিস্তারিত জানা যায়নি | পরিবার সূত্রে খবর, তারই মধ্যে পুজোর সময় অত্যন্ত ধকল গিয়েছে সুব্রতর উপর দিয়ে | বিশ্রাম নেওয়া কার্যত সুযোগ পাননি | তারপর থেকেই শরীর খারাপ হতে শুরু করে | তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বর্ষীয়ান নেতা | তাঁর জন্য তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ড | তাঁরাই মন্ত্রীকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *