প্রসেনজিৎ ধর, কলকাতা :- আতঙ্কের নাম ‘ওমিক্রন’ | কলকাতা বিমানবন্দরে যেসকল আন্তর্জাতিক যাত্রীদের কোভিড পজিটিভ পাওয়া যাবে, তাঁদের সবাইকেই রাজ্য স্বাস্থ্য দফতরের ঠিক করে দেওয়া হেলথ ফেসিলিটিতে বাধ্যতামূলকভাবে থাকতে হবে | বিদেশ ফেরত কোভিড পজিটিভ রোগীদের ক্ষেত্রে কোনও হোম আইসোলেশন চলবে না | করোনার এই নয়া প্রজাতির বাড়বাড়ন্ত নিয়ে চিন্তায় গোটা দেশ| ধীরে হলেও ২১৩ জনের শরীরে শনাক্ত হয়েছে ওমিক্রন | মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গনা ও দিল্লিতে হু হু করে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা | কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩-এ | এরমধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগীর খোঁজ মিলেছে দিল্লিতে | নতুন করে ৪ জন আক্রান্তের খোঁজ মেলায়, দিল্লিতে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৭ | এরপরই রয়েছে মহারাষ্ট্র, সেখানে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৫৪ জন | পশ্চিমবঙ্গে আপাতত থাবা বসায়নি ওমিক্রন | কিন্তু ঢিলেমি দিতে নারাজ রাজ্যের স্বাস্থ্য দফতর | শুধু তাই নয়, থাকতে হবে পৃথক শৌচালয়। ওই রোগীর ঘরে পিপিই কিট পরে প্রবেশ করা বাধ্যতামূলক | আইসোলেশন ওয়ার্ড থেকে যাতে সংক্রমণ না ছড়ায়, সে ব্যাপারে জোর দেওয়া হয়েছে | ওমিক্রন সন্দেহভাজনকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ওয়ার্ডের বাইরে নিয়ে যেতে হলে খুব কম সময়ের মধ্যে যাতে তা করা হয়, সেটি নিশ্চিত করার কথা বলেছে রাজ্য স্বাস্থ্য দফতর | ওমিক্রন আক্রান্তের দু’টি নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত হাসপাতালেই রাখতে হবে তাঁকে | প্রতিদিনই রাজ্যে ওমিক্রন সন্দেহভাজনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে | এই পরিস্থিতিতে ওমিক্রন যাতে রাজ্যে ডেল্টার মতো ছড়িয়ে না পরে সে জন্য আট দফা নির্দেশ দেওয়া হয়েছে নতুন আইসোলেশন প্রোটোকলে | রাজ্যে ওমিক্রনের বিপদ যে আসন্ন, এই নির্দেশিকা তারই ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা |