Breaking News

হলদিয়া অগ্নিকাণ্ডে ৩ মৃত শ্রমিকের পরিবারের পাশে আইওসি কর্তৃপক্ষ, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস!

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর :- হলদিয়ায় ইন্ডিয়ান অয়েলের তৈলশোধনাগারে অগ্নিকাণ্ডে নিহত ৩ ব্যক্তির পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করল সংস্থা | এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে দাবি সংস্থার | পাশাপাশি আগুনে ঝলসে যাওয়া কয়েকজন শ্রমিকদের অবস্থাও গুরুতর | এমন পরিস্থিতিতে বুধবার সকাল থেকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল হলদিয়ার ওই তেল সংস্থার প্ল্যান্ট | উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সকাল থেকে দফায়-দফায় বিক্ষোভ দেখাচ্ছেন কারখানার অস্থায়ী শ্রমিকেরা | পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য কারখানা শাট ডাউন করার সিদ্ধান্তের বিরুদ্ধেও চলছে আন্দোলন| অবিলম্বে কারখানা খোলারও দাবি তুলেছেন শ্রমিকরা |

অন্যদিকে, পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র | বৈঠক শেষে ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়, নিহত ৩ কর্মীর পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে | এর মধ্যে ৫ লক্ষ টাকা দেবে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ ও ৫ লক্ষ টাকা দেবে ঠিকাদার সংস্থা | তবে চাকরি দেওয়ার ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি | যদিও শ্রমিকদের দাবি, নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও পরিবারের ১ জনকে চাকরি দিতে হবে | ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে আহতদের | সঙ্গে যাদের গাফিলতিতে মঙ্গলবারের অগ্নিকাণ্ড তাদেরও শাস্তি দাবি করেছেন শ্রমিকরা | সংস্থার কাছে শ্রমিক সংগঠনের দাবি, হলদিয়া রিফাইনারিতে অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩ শ্রমিকের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করতে হবে | আইওসি-তেই স্থায়ী চাকরি দিতে হবে পরিবারের এক সদস্যকে | পাশাপাশি, মৃতদের সন্তানদের শিক্ষার খরচ বহন করতে হবে সংস্থাকেই| জখম শ্রমিকদের পরিবারকে অন্তত ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের দাবি জানিয়েছে সংগঠন | এ প্রসঙ্গে হলদিয়া রিফাইনারির শ্রমিক ইউনিয়নের সদস্য মিন্টু সামন্ত বলেন, “গতকাল সংস্থায় নিরাপত্তা সংক্রান্ত মকড্রিল ছিল | দেখা হচ্ছিল যাতে শাট ডাউনের পর কোনও অঘটন না ঘটে| এর ঠিক একঘণ্টার মধ্যে দেখলাম, ন্যাপথার এমএসটি ইউনিটে আগুনের ফুলকি বের হল | যারা এর জন্য দায়ী তাদের উপযুক্ত শাস্তি হোক |”হলদিয়ার ওই প্ল্যান্টে অগ্নিকাণ্ডের আসল কারণ খুঁজতে এবং এর পিছনে কারোও গাফিলতি রয়েছে কিনা খুঁজতে আলাদা করে তদন্ত করবে রাজ্য পুলিশ | এদিনই রাজ্য পুলিশের ফরেন্সিক দল সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করেছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *