প্রসেনজিৎ ধর, কলকাতা :- পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন | কমিশন সূত্রে খবর, ইতিমধ্যে এনিয়ে পঞ্চায়েত দফতর এবং জেলা শাসকদের চিঠি দেওয়া হয়েছে| ১২ সেপ্টেম্বরের মধ্যে আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে | ১২ সেপ্টেম্বরের মধ্যে পুনর্বিন্যাসের কাজ শেষ করার পাশাপাশি, আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আসন সংরক্ষণের কাজও সেরে ফেলতে বলা হয়েছে জেলাগুলিকে | পাশাপাশি, ২ সেপ্টেম্বরের মধ্যে ওবিসি সার্ভেও শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে | অন্যদিকে, মে মাসে মেয়াদ শেষ হয়েছে বেশ কিছু পুরসভার | আগামী ১৩ অগাস্ট মেয়াদ শেষ হবে – ধূপগুড়ি, পাঁশকুড়া, হলদিয়া, বুনিয়াদপুর, দুর্গাপুর, নলহাটি, নদিয়ার কুপার্স ক্যাম্প নোটিফায়েড এরিয়ার | কমিশন সূত্রে খবর, ওইসব জায়গায় ইতিমধ্যেই আসন সংরক্ষণের কাজ শুরু হয়ে গেছে | ১১ অগাস্ট প্রকাশিত হবে খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে পয়লা সেপ্টেম্বর | তবে নভেম্বরের আগে এই সব এলাকায় পুরনির্বাচন হবে না | নির্দিষ্ট সূচি অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল-মে মাসে পঞ্চায়েত ভোট হওয়ার কথা | তবে অসমর্থিত সূত্রের খবর, পঞ্চায়েত ভোট ডিসেম্বরে করতে চাইছে নবান্ন | যদিও সরকারি ভাবে এখনও এই বিষয়ে কিছু বলা হচ্ছে না|জেলাশাসকদের কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার রাজ্য নির্বাচন কমিশনে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত কর্মশালা হবে |সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক | সাধারণত প্রতি ১০ বছর অন্তর সীমানা পুনর্বিন্যাস ও আসন সংরক্ষণে বদল হয়ে থাকে | ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে ২০১২ সালে শেষ বার এই কাজ হয়েছিল| ২০১৮ সালের তথ্য অনুযায়ী, গ্রাম পঞ্চায়েত স্তরে রাজ্যে মোট ৪৮ হাজার ৬৩৬টি আসন রয়েছে| পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৯,২১৪ | জেলা পরিষদে ৮২৪টি আসন রয়েছে | সীমানা পুনর্বিন্যাসের পর স্বাভাবিকভাবেই তা বদলে যাবে |