Breaking News

নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি!পথ দুর্ঘটনা বাগনানের জাতীয় সড়কে, দিঘাগামী পর্যটক বোঝাই বাস উল্টে আহত ৪০

দেবরীনা মণ্ডল সাহা :- নদিয়ার রানাঘাট থেকে দিঘা যাওয়ার পথে বাগনান চন্দ্রপুরের কাছে উল্টে গেল বাস | ঘটনায় আহত হলেন কমপক্ষে ৪০ জন পর্যটক | দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে ১৬ নম্বর জাতীয় সড়কে বাগনান থানার চন্দ্রপুরে | আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে চিকিৎসার জন্য কলকাতায় হাসপাতলে নিয়ে আসা হয়েছে | স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতে বাগনান চন্দ্রপুরের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে একটি পর্যটক বোঝাই বাস উল্টে যায় | পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে নদিয়ার রানাঘাটের রঘুনাথপুর থেকে ৭০ জন পর্যটককে নিয়ে একটি বাস দিঘার উদ্দেশ্যে রওনা দেয় | ভোর তিনটে নাগাদ বাগনান চন্দ্রপুরের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায় | তবে বাসটি খুব দ্রুত গতিতে চলছিল না বলেই খবর | তবে এঁকে বেঁকে চলছিল বলে দাবি বাসের পর্যটকদের | ফলে পর্যটকেদর অনুমান, বাসের চালক ঘুমিয়ে পড়েছিল | সেজন্যই বাসটি উল্টে যায়| ৪০ জন পর্যটক এই দুর্ঘটনার জেরে আহত হন | সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটার পর খবর পেয়ে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ভিড় করেন | খবর দেওয়া হয় বাগনান থানায় | পুলিশ এসে আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে | তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে | বাসের চালকও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন |দুর্ঘটনার জেরে ১৬ নম্বর জাতীয় সড়কে বাগনান থানার চন্দ্রপুরে কোলাঘাটমুখী লেনে সাময়িক যানজটের সৃষ্টি হয় | দীর্ঘক্ষণ সেখানে সার সার গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে | পরে পুলিশের উপস্থিতিতে দুঘটনাগ্রস্থ বাসটিকে সরানো হয় | তারপরই যান চলাচল স্বাভাবিক হয় ১৬ নম্বর জাতীয় সড়কে|বাসটিকে আটক করেছে পুলিশ | দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *