দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আমেরিকায় অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের চোখে অস্ত্রোপচার হল। এই অস্ত্রোপচার করতে ৭ ঘণ্টা সময় লেগেছে বলে খবর। আর এই সময়সাপেক্ষ অপারেশন নিয়ে কালীঘাটের বাসভবনে উদ্বেগে ছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে। ফিরে আসতে পারবেন কাললীঘাটের বাড়িতে। তবে এই অস্ত্রপচারের দরুণ আপাতত বাড়িতে বসেই কাজ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভারতীয় সময়ে বুধবার সন্ধ্যা নাগাদ প্রায় ৭ ঘন্টা ধরে অভিষেকের চোখে অস্ত্রপচার হয়। এদিন চিকিৎসকেরা জানিয়েছেন প্রাথমিক ভাবে তাঁদের অনুমান, সেই অস্ত্রপচার সফল হয়েছে।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার জন্য তাঁর স্ত্রী রুজিরা নারুলাও এখন আমেরিকায় রয়েছেন। আর কলকাতায় উদ্বেগে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘ছেলেটা খুব ভুগছে। ঠাকুর ঠাকুর করে এবারের অপারেশনটা ভাল হলেই ভাল। না হলে ওর দৃষ্টিশক্তি নিয়ে সমস্যা হতে পারে।’ একুশের নির্বাচনে একা কাঁধে করে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন অভিষেক। তাই তাঁর উপর ভরসা করছেন নেত্রী বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে কর্মিসভা সেরে ফেরার সময়ে হুগলি জেলার সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। সেই সময়ে তাঁর বাঁ চোখের নিচে গুরুতর আঘাত পেয়েছিলেন অভিষেক। চোখের নিচের হাড় ভেঙে যায় তাঁর। সেদিন তাঁকে দ্রুত কলকাতায় এনে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাতে সমস্যা কাটেনি। তার ফলে কলকাতার বাইরে বার বার তাঁকে যেতে হয় চোখের চিকিৎসার জন্য। এর আগে ২০২০ সালের জানুয়ারি মাসে তাঁর চোখে একবার অপারেশন হয়েছিল। কিন্তু সেই অস্ত্রোপচারের পরেও যে পুরোপুরি নিরাময় হয়নি তা পরে বোঝা যায়। ফলে এর পরেও হায়দরাবাদে ফের চিকিৎসার জন্য যেতে হয় অভিষেককে। এখন মার্কিন মুলুকে চোখের অস্ত্রপচার ঠিক ভাবে হয়েছে কিনা তা আগামী দিনেই বোঝা যাবে।