প্রসেনজিৎ ধর, হুগলি :- পরপর চুরির ঘটনায় আতঙ্কিত উত্তরপাড়া থানা এলাকার মানুষ | আর সেই ঘটনাকে যে গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ প্রশাসন তার প্রমাণ মিলল আজই| বুধবার সিপি অমিত জাভালগি নিজে এসেছিলেন উত্তরপাড়া থানায় | রুদ্ধদ্বার বৈঠক হয় উত্তরপাড়া থানায় তারপরেই সেই চুরির ঘটনায় উত্তরপাড়া থানার একাধিক পুলিশ অফিসার কে সরিয়ে দেওয়া হল | হুগলির উত্তরপাড়া থানা এলাকায় পরপর ফাঁকা বাড়িতে চুরির ঘটনার পর উত্তরপাড়া থানা পরিদর্শন করেন চন্দননগরের সিপি আইপিএস অমিত.পি.জাগলভি।
এদিন দীর্ঘ তিন ঘণ্টা উত্তরপাড়া থানায় বৈঠক শেষে বেরিয়ে যান|
উত্তরপাড়া এলাকায় কিভাবে নিরাপত্তা জোরদার করা যায় তার জন্যে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডিসি শ্রীরামপুর, এ সি পি ৩ , আই সি উত্তরপাড়া ও অন্যান্য অফিসারেরা |এদিন বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিপি জানান আগামীদিনে উত্তরপাড়া থানা এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হবে | তিনি আরও জানান ইতিমধ্যেই দুটো চুরির ঘটনার চুরির সামগ্রী ও টাকা উদ্ধার হয়েছে কিন্তু সব চুরির কিনারা হয়নি,গ্যাংটাকে ধরার চেষ্টা চলছে,কিছু লোককে ধরা হয়েছে| আগামীদিনে যারা ভালো কাজ করছে সেই সমস্ত অফিসারদের নিরাপত্তার স্বার্থে কাজে লাগানো হবে| সেই মোতাবেক ভালো কাজ করেছেন এমন অনেক অফিসার আসছেন উত্তরপাড়ায়
(১)SI প্রভাত চট্টোপাধ্যায়
(২) SI সুখেন রায়
(৩) SI আনন্দ লাল জয়সওয়াল
(৪) SI কিংশুক বিশ্বাস
(৫) SI সনাতন টুডু
(৬) ASI অর্ণব সরকার
আসছেন রিষড়া থানা দিয়ে সুনিল দোলুই ও তেলিনিপাড়া টিওপি থেকে এম ডি কমল খান এছাড়া অন্যান্য থানা থেকে একাধিক অফিসারেরা |