প্রসেনজিৎ ধর, কলকাতা :- জাতীয় ক্ষেত্রে বড় স্বীকৃতি পেল রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প। কেন্দ্রীয় সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে সেরা ‘পাবলিক ডিজিট্যাল প্লার্টফম’ হিসাবে পুরস্কার পেল দুয়ারে সরকার। আগামী ৭ জানুয়ারি দিল্লির বিজ্ঞান ভবনে এই পুরস্কার রাজ্য সরকারের হাতে তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২২-এর সর্বোচ্চ পুরস্কার হিসেবে প্ল্যাটিনাম পুরস্কার দেওয়া হবে রাজ্যকে ।সোমবার দিল্লি থেকে নবান্নে বিজ্ঞপ্তি এসে পৌঁছেছে। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার পাচ্ছে ‘দুয়ারে সরকার’ প্রকল্প। আগামী ৭ তারিখ দিল্লির বিজ্ঞান ভবনে রাজ্যের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি।
এই খবরে স্বভাবতই দারুণ খুশি রাজ্য প্রশাসনের আধিকারিকরা। এর সম্পূর্ণ কৃতিত্ব মুখ্যমন্ত্রীর বলে মনে করছেন তাঁরা। ২০২০ সালের পয়লা ডিসেম্বর শুরু হয়েছিল ‘দুয়ারে সরকার’ প্রকল্প।কেন্দ্রের তরফে এবার এই বৃহৎ কর্মযজ্ঞের স্বীকৃতি মিলল। তথ্যপ্রযুক্তি মন্ত্রক দুয়ারে সরকার পোর্টালের কাজের প্রশংসা করেছে। তার জন্য ‘ডিজিটাল ইন্ডিয়া’ পুরস্কার দেওয়া হবে। এই মুহূর্তে রাজ্যে চলছে এই প্রকল্প। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তা চলবে। তারই মধ্যে সুখবর এসে পৌঁছল। ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে প্রশংসা পেয়েছে রাজ্যের এই প্রকল্প। এই কর্মসূচি নজর কেড়েছে ইউনিসেফের। নাগরিকদের দোরগোড়ায় সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে এই পরিষেবা চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। এলাকায় শিবির করে সেখান থেকে সরকারি পরিষেবা দেওয়া তাঁরই মস্তিষ্কপ্রসূত। এখনও পর্যন্ত ৫ দফায় ক্যাম্প হয়েছে এবং এই শিবির থেকে সাড়ে ৬ কোটি মানুষ পরিষেবা পেয়েছেন। কাজ ভালভাবে হওয়ার জন্য ‘দুয়ারে সরকার’ পোর্টাল চালু হয়েছে | সরকারের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৬.৬ কোটি মানুষকে দুয়ারে সরকারের পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে। রাজ্য জুড়ে আয়োজিত হয়েছে ৩ লক্ষ ৬১ হাজার দুয়ারের সরকারের ক্যাম্প।