দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টেও পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। মামলাটির পরবর্তী শুনানি হবে ৮ ফেব্রুয়ারি। গত সপ্তাহে বেঞ্চ বদলের জেরে ডিএ মামলার শুনানি তিন সপ্তাহ পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট।আগামী ৮ ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি হবে বলে সোমবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ।রাজ্য সরকারের কর্মচারিরা দীর্ঘদিন ধরেই ডিএ বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শুধু আন্দোলন করাই নয়, তাঁরা ডিএ’র দাবিতে আদালতেরও দ্বারস্থ হয়েছেন। সেই মামলাতেই চলতি বছরের ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘভাতা বা ডিএ মিটিয়ে ফেলতে হবে। কেননা সেই ডিএ রাজ্যের সরকারি কর্মচারিদের নায্য অধিকার ও পাওনা। ডিএ দিয়ে রাজ্য সরকার কাউকে দয়া করছে না। কিন্তু আদালতের ওই নির্দেশের জেরে বিপাকে পড়ে রাজ্য সরকার। কেননা প্রায় ৪০ হাজার কোটি টাকার মতো অর্থের সেক্ষেত্রে প্রয়োজন হতো ডিএ মিটিয়ে দেওয়ার জন্য। এই পরিস্থিতিতে এই রায়ের পুর্নবিবেচনা করার আর্জি রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টকে জানানো হলেও তা খারিজ হয়ে যায়। তার জেরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার ৩ মাসের মধ্যে ডিএ না মেটানোয় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সরকারি কর্মচারি সংগঠনগুলি। সেই মামলাতেই গত ৪ নভেম্বর হলফনামা জমা দিয়েছিল রাজ্য সরকার। এদিন কলকাতা হাইকোর্টে শুনানির পরে পরেই মামলাটির পরবর্তী শুনানি পিছিয় দেওয়া হল। আগামী ৮ ফেব্রুয়ারি ফের একবার এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে। এদিন মামলার শুনানিতে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে জানুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত এই মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়।