প্রসেনজিৎ ধর, কলকাতা :- আমরা চাই নিরপেক্ষ বিচার ব্যবস্থা । কিন্তু এখন সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করছে কেন্দ্র ।সরাসরি অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় | সেখানে দাঁড়িয়ে যেভাবে রাজনীতির ছত্রছায়ায় না থাকলে বিচারকদের পদোন্নতি আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি জানিয়েছেন বিচারব্যবস্থার সম্পূর্ণ স্বাধীনতা চান তিনি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কথা তুলে তিনি বলেন এর মধ্যে কোনও না কোনও অভিসন্ধি রয়েছে তাঁদের। তিনি বলেছেন এটা নতুন ধরনের প্ল্যানিং। তিনি বলেন সুপ্রিম কোর্টের কলেজিয়ামে যদি তাঁদের রিপ্রেজেন্টেশন থাকে তাহলে রাজ্য সরকারও হাইকোর্টের কলেজিয়ামে তাঁদের প্রতিনিধি অথবা মুখ্যমন্ত্রী থাকবেন।তিনি প্রশ্ন করেন শেষ পর্যন্ত কী হবে? রাজ্য সরকার হাইকোর্টের প্রধান বিচারপতির জন্য নিজেদের রেকমেন্ডেশন দেবে সুপ্রিম কোর্টের কাছে। এবার সুপ্রিম কোর্ট ভারত সরকারের কাছে এই রেকমেন্ডাশন পাঠাবে। এই অবস্থায় রাজ্য সরকারের রেকমেন্ডেশনের কোনও ভ্যালু থাকবে না। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার সরাসরি ইন্টারফেয়ার করবে বিচারব্যবস্থায়।
তিনি বলেন, ‘এটা আমরা চাই না। আমরা চাই জাস্টিস ফর অল। জাস্টিস ফর ফ্রিডম। জাস্টিস ফর ডেমোক্র্যাটিক অ্যান্ড আদার রাইটস’।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে আলিপুরদুয়ারে নামবেন মুখ্যমন্ত্রী। আজ তাঁর কোন ঘোষিত কর্মসূচি নেই। হাসিমারার মালঙ্গীতে বনবাংলোতে রাত্রিযাপন করে বুধবার কপ্টারে মেঘালয়ে রওনা দেবেন তিনি। মেঘালয়ের মেন্দি পাথর হেলিপ্যাড গ্রাউন্ডে জনসভা করার কথা রয়েছে মমতার, সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে ১৯ জানুয়ারি আবার আলিপুরদুয়ারের ফিরে আসবেন মমতা। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার সুভাষিনি চা বাগানের মাঠে সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর। সেখানে প্রশাসনিক জনসভাও করবেন মমতা।