দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শহরের রাজপথে শুরু হল প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতিতে মহড়া। মঙ্গলবার সকাল থেকে কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া শুরু হল। ২৬ জানুয়ারির আগে পর্যন্ত বেশ কয়েকদিন ধরে কুচকাওয়াজ করা হবে বলে জানা গিয়েছে।আজ থেকে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া শুরু হল।যান চলাচল বন্ধ করে চলে কুচকাওয়াজ।
মহড়া চলাকালীন পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসের মহড়া উপলক্ষে আগামী ১৮, ২০, ২১ ও ২৪ জানুয়ারি রেড রোড-সহ শহরের বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়ার জন্য এই কদিন কিছুক্ষণের জন্য শহরের হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, দক্ষিণ প্রান্তের রাস্তা বন্ধ রাখা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পাশাপাশি ক্যাসুরিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোড, কিংসওয়ে ও রানি রাসমণি অ্যাভিনিউয়ের দক্ষিণ প্রান্তের রাস্তাও বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে। মহড়া চলাকালীন শহরের বেশ কয়েকটি রাস্তায় গাড়ি ঘুরিয়েও দেওয়া হবে পুলিশের তরফে। উল্লেখ্য ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালনের জন্য ইতিমধ্যে দেশজুড়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কলকাতার মতো রাজধানী দিল্লিতেও প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতিতে মহড়া শুরু হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal