Breaking News

আগামিকাল সকাল ১০টা থেকে দক্ষিণ কলকাতার বড় অংশে জল বন্ধ রাখবে কলকাতা পুরসভা!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- ২১ জানুয়ারি অর্থাৎ আগামী শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ। কলকাতা পুরসভার তরফ থেকে এলাকায় এলাকায় যে পানীয় জল সরবরাহ করা হয়ে থাকে, সেই পরিষেবা বন্ধ থাকবে প্রায় ২৪ ঘণ্টা। ফলে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার মানুষ সমস্যায় পড়তে পারেন।আগামিকাল সকাল ১০টার পর থেকে গার্ডেনরিচ প্রকল্পে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। টলিগঞ্জ, যাদবপুর, চেতলা, বেহালা, গড়িয়াহাট, কসবা, দক্ষিণ কলকাতার ই এম বাইপাস লাগোয়া ওয়ার্ডগুলির বাসিন্দারা শনিবার রাত পর্যন্ত জল পাবেন না। পুরসভার তরফে জানানো হয়েছে, বুস্টার পাম্পিং স্টেশনের রক্ষাবেক্ষণ এবং পাইপ লাইনের মেরামতির কাজের জন্য জল বন্ধ রাখা হবে। এর ফলে দক্ষিণ কলকাতার একটি বড় অংশে আগামিকাল পুরসভার জল পৌঁঁছবে না। রবিবার সকাল ৬টা থেকে পুনরায় জল সরবরাহ করা হবে। পুরসভার জল সরবরাহ বিভাগ সূত্রে জানা গিয়েছে, এই কাজের জন্য প্রচুর সংখ্যক কর্মী মোতায়েন করা হবে।

বেহালা এবং টালিগঞ্জ-যাদবপুরে বেশ কয়েকটি বুস্টার পাম্পিং স্টেশনগুলিতে এই কাজ করা হবে। এর ফলে বেহালা, টালিগঞ্জ, যাদবপুর এবং গড়িয়াতে পরিশোধিত পানীয় জল সরবরাহ করা হবে না। জল সরবরাহ বিভাগের ডিজি মৈনাক মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘গার্ডেনরিচ জল প্রকল্প থেকে জল সরবরাহের গতি বাড়ার পাশাপাশি উৎপাদন বেড়েছে। ফলে প্রকল্পের সঠিক রক্ষণাবেক্ষণ প্রয়োজন রয়েছে। প্রায়ই মেরামতের কাজ করা হয়ে থাকে। এই কারণে একটা দিন জল বন্ধ রেখে সমস্ত কাজ সম্পন্ন করা হবে।’উল্লেখ্য, পানীয় জলের পরিষেবা সুষ্ঠু রাখতে সারাবছরই কাজ চলে কলকাতা পুরসভার। বিভিন্ন জায়গায় পানীয় জলের কাজ চলছে। শহরে জল সরবরাহ আরও বাড়াতে একাধিক জায়গায় বুস্টার পাম্প বসানো হচ্ছে। তবে বাসিন্দাদের ভোগান্তি কমাতে পুরসভার জলের ট্যাঙ্ক থাকবে ওই এলাকাগুলিতে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *