Breaking News

দীর্ঘ ১১ বছর পরে ব্যঙ্গচিত্র মামলা থেকে অব্যাহতি পেলেন অম্বিকেশ মহাপাত্র,মামলা থেকে নিষ্কৃতি দিল আদালত!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-প্রায় ১১ বছরের আইনি লড়াইয়ের পর কার্টুনকাণ্ডে পূর্ব যাদবপুর থানায় তাঁর বিরুদ্ধে করা মামলা থেকে নিষ্কৃতি পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। আদালতের এক নির্দেশনামা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানিয়েছেন অধ্যাপক নিজে। আদালতের এই নির্দেশকে নাগরিকের বাকস্বাধীনতার জয় বলে দাবি করেছেন তিনি।

২০১২ সালে নিজের ফেসবুক প্রোফাইলে একটি কার্টুন শেয়ার করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং দীনেশ ত্রিবেদীকে নিয়ে আঁকা ব্যঙ্গচিত্রের সঙ্গে লেখা ছিল ‘দুষ্টু লোক…ভ্যানিশ!’ সেই ঘটনার পর ওই বছরে ১২ এপ্রিল অম্বিকেশ মহাপাত্রর বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় এফআইআর দায়ের করা হয়। তারপর থেকে মামলা চলছিল। ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে ব্যঙ্গচিত্র সংক্রান্ত এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেন আলিপুরের সিজেএম । এরপর নতুন করে আবার আলিপুর আদালতের অ্যাডিশনাল সেশন জাজের এজলাসে আবেদন জানান তিনি। আবেদনের প্রেক্ষিতে অবশেষে মিলল মামলা থেকে মুক্তি।আইনিভাবে মামলা প্রত্যাহারের পর এদিন অম্বিকেশবাবু বলেন, এই মামলার কোনও আইনি সারবত্তা ছিল না। রাজ্য সরকার তার পুলিশ ও গুন্ডাদের দিয়ে মামলাটাকে জীবিত রেখেছিলেন। অবশেষে আদালত সেই মামলা থেকে আমাকে নিষ্কৃতি দিয়েছে। কিন্তু যারা মারধর করেছিল তাদের বিরুদ্ধে আমার করা এফআইআর -এ এখনো কেউ সাজা পায়নি। ন্যায়বিচারের স্বার্থে তাদের সাজা পাওয়া দরকার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *