Breaking News

পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের!কলকাতা পুরনিগমকে লাখ টাকা জরিমানা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শহর জুড়ে কতগুলি জলাশয় ভরাট হয়েছে, কোথায় চলছে বেআইনি নির্মাণ, তার কোনও হিসেব নেই কলকাতা পুরনিগমের কাছে? এই প্রশ্নই চুলেছিল কলকাতা হাইকোর্ট। মাস কয়েক ধরে চলছিল এই সংক্রান্ত মামলার শুনানি। আজ, সোমবার সেই মামলায় কলকাতা পুরনিগমকে ১ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। বেআইনি নির্মাণ নিয়ে আাইন মানা হয় কি না, সেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে কলকাতা পুরনিগমকে। এক লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।বেআইনি নির্মাণ মামলায় রাজ্যের তরফে রিপোর্ট পেশ করার কথা বলে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পেশ করা রিপোর্ট অনুযায়ী, ২০২১ সাল পর্যন্ত ৪ হাজার ২২২টি জলাশয় ভরাট হয়েছে। তার পর থেকে তা একেবারেই বন্ধ। রাজ্যের তরফে প্রধান বিচারপতির প্রশ্ন, “আপনারা জানেন না, কোথায় জলাশয় বন্ধ করে বেআইনি নির্মাণ হয়ছে? যে সব বেআইনি নির্মাণ নিয়ে নির্দেশ হয়েছে তার কটা মানা হয়েছে?”কলকাতায় একটি পুকুর বেআইনিভাবে ভরাট করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই মাস কয়েক আগে একটি মামলা হয় হাইকোর্টে। সেই মামলায় পুরনিগমের কাছে রিপোর্ট চেয়েছিল হাইকোর্ট। ২০২১ সাল পর্যন্ত রিপোর্টে জানানো হয়, ৪২২২ টির মতো জলাশয় ভরাট করা হয়েছে কলকাতায়। ২০২১-এর পরের রিপোর্ট আর দেওয়া হয়নি। তা নিয়েই অসন্তুষ্ট হন প্রধান বিচারপতি।শুনানিতে পুরনিগমের উদ্দেশে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, “আপনারা জানেন না, কোথায় জলাশয় বন্ধ করে বেআইনি নির্মাণ হয়ছে? বেআইনি নির্মাণ নিয়ে যে সব নির্দেশ দেওয়া হয়েছে, তার মধ্যে কটা মানা হয়েছে?” তিনি আরও বলেন, “আপনাদের তো ভোট ব্যাঙ্ক আছে। কিছু তো করা দরকার!” প্রধান বিচারপতি উল্লেখ করেছেন, জলাশয় নিয়ে অনেক মামলা হয়েছে। সঠিকভাবে পুরনিগম চাইলে তবেই সমস্যার সমাধান সম্ভব, নাহলে নয়। এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *