দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত| এবার রাজ্য বিধানসভার অধিবেশন শুরুর আগেই রাজ্যপালের লিখিত ভাষণ পাঠ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক |জগদীপ ধনখড় জানিয়ে দিয়েছেন, বিধানসভা অধিবেশনের জন্য রাজ্য মন্ত্রিসভায় পাশ হওয়া ভাষণ তিনি পাঠ করবেন না |তা সংশোধনের জন্য মুখ্যমন্ত্রীকে রাজভবনে তলব করেছেন রাজ্যপাল | সাংবিধানিক রীতি মেনে রাজ্য বিধানসভার অধিবেশন শুরুর আগেই রাজ্যপাল যে ভাষণ পাঠ করবেন তার খসড়া রাজ্যপালের কাছে পাঠিয়ে দিয়েছে নবান্ন | যা শুক্রবার দুপুর দুটোর সময় রাজ্যপালের পাঠ করার কথা| কিন্তু উত্তরবঙ্গ থেকে ফিরেই এই খসড়ার কিছু লাইনে আপত্তি জানিয়েছেন রাজ্যপাল এবং তা সংশোধনের জন্য মুখ্যমন্ত্রীকে রাজভবনে তলব করেছেন |রাজ্যপালের দাবি অনুযায়ী, ‘আমার মনে হল খসড়ায় এমন কিছু কথা লেখা রয়েছে যা নিয়ে আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা দরকার | তাই আমি একটি চিঠি দিয়েছি তাঁকে | খসড়ায় আমার নজরে এমন কিছু বিষয় এসেছে যা নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করতে চাই |’ আর রাজ্যপাল দাবি করেন, ভাষণের খসড়ায় এমন কিছু বক্তব্য রয়েছে যা অবাস্তব| নবান্ন সূত্রে খবর, রাজ্যপাল ডাকলে সাংবিধানিকভাবে রাজভবনে যেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও আপত্তি নেই| চা খেতে বা কথা বলতেও কোনও অসুবিধা নেই মুখ্যমন্ত্রীর | তবে রাজ্যপাল যদি লিখিত ভাষণের খসড়া পরিবর্তনের জন্যই ডাকেন তা হলে মুখ্যমন্ত্রীর যাওয়া সম্ভব নয় | কারণ, সাংবিধানিক রীতি অনুযায়ী রাজ্যপালের ভাষণ সংশ্লিষ্ট রাজ্য সরকারই লিখে দেয়, রাজ্য মন্ত্রিসভায় অনুমোদন করার পর রাজ্যপাল শুধু পাঠ করেন | এক্ষেত্রে রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যে আইন মেনে ওই ভাষণের খসড়া অনুমোদন করে দু’দিন আগে রাজভবনে পাঠিয়েও দিয়েছে, তাই কোনওভাবে খসড়া পরিবর্তন সম্ভব নয় | প্রসঙ্গত, গত বছর বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড় সরকারের পাঠানো ভাষণের খসড়া হুবহু পাঠ করেছিলেন | এক্ষেত্রে এ বছর রাজ্যপালের এ হেন আচরণে রাজ্য-রাজ্যপাল সংঘাতের আঁচ করছেন রাজনৈতিক মহল|