Breaking News

ভোট-পরবর্তী হিংসা, নারী নির্যাতন, ভ্যাকসিন দুর্নীতির অভিযোগ!কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার

সুদীপ বিশ্বাস, নদিয়া :- ভোট পরবর্তী বিজেপি কর্মী এবং বিজেপি মহিলা কর্মীদের উপর অত্যাচার হচ্ছে এই অভিযোগে মঙ্গলবার কৃষ্ণনগরে কোতোয়ালি থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখাল ভারতীয় জনতা পার্টির নদিয়া উত্তর সংগঠনিক মহিলা মোর্চার সদস্যরা | নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস | আর তারপর থেকেই ভোট পরবর্তী বিজেপি কর্মীদের উপর হিংসা এবং তাদের ঘরছাড়ার ঘটনা ঘটছে বলে অভিযোগ বিজেপির |

ইতিমধ্যে শাসক দলের হিংসার কারণে বিজেপি কর্মীরা ঘরছাড়া এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্ট-এ জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে |আর এইবার ভোট পরবর্তী হিংসা এবং হিংসার কারণে ভারতীয় জনতা পার্টি-এর একাধিক কর্মী ঘরছাড়া এমনকি মহিলাদের উপর অত্যাচার এবং ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার নদিয়া জেলার কৃষ্ণনগরে কোতোয়ালি থানার পাশে বিক্ষোভ মিছিল দেখাল ভারতীয় জনতা মহিলা মোর্চার সদস্যরা |এমনকি কোতোয়ালি থানার আইসির কাছে স্মারকলিপিও জমা দেন তাঁরা |এদিন নদিয়া উত্তর সংগঠনিক মহিলা মোর্চার জেলা সভাপতি সোমা ব্যানার্জীর অভিযোগ, মানুষের উপর যাতে অত্যাচার না হয় সেই চেষ্টাই করছে বিজেপি বলেও দাবি তাঁর | যেহেতু তৃণমূল সরকার তৃতীয়বারের জন্যে ক্ষমতায় এসেছে সেই রাজত্বকালে যেন কোনও বিজেপি কর্মীর উপর অত্যাচার না হয় তাই এই প্রতিবাদ কর্মসূচী বলেও জানান তিনি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *