Breaking News

রাজ্যে চালু হয়ে গেল ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রকল্প, উপকৃত হবেন পরিযায়ীরাও!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এ রাজ্যেও চালু হয়ে গেল ‘‌এক দেশ এক রেশন কার্ড প্রকল্প’‌ | গোটা দেশের পাশাপাশি রাজ্যের পরিয়ায়ী শ্রমিকদেরও আর খাদ্যাভাবে পড়তে হবে না | সেজন্য পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে যাতে খাদ্যাভাবে না পড়েন | সেকারণে এই প্রকল্প চালু করে দেওয়া হল | খাদ্য ও সরবরাহ দফতরের তরফে সমস্ত রেশন ডিলারদের জানিয়ে দেওয়া হয়েছে, রেশন দেওয়ার গোটা প্রক্রিয়াটাই অনলাইনে নথিভুক্ত হবে ই-পাস যন্ত্রের সাহায্যে, আধারযুক্ত বায়োমেট্রিক ব্যবস্থায় | যাতে রেশন নেওয়ার সমস্ত ডেটা অনলাইন সার্ভারে জমা থাকে | সেই তথ্যের সাহায্যেই রাজ্যের বাসিন্দারা ভিন রাজ্যে গেলে এ রাজ্যে ইস্যু হওয়া রেশন কার্ড দিলেই সেখানকার রেশন ডিলারের কাছ থেকে রেশন পেতে পারবেন | ভিন রাজ্য থেকে এ রাজ্যে এলে একই ব্যবস্থা হবে বলে জানিয়েছে খাদ্য দফতর | এবার থেকে পরিয়ায়ী শ্রমিকেরা দেশের যে কোনও প্রান্তের রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী নিতে পারবেন | সেকারণেই এই ব্যবস্থা চালু করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার | সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল| এবার এই সংক্রান্ত বিষয় নির্দেশিকা জারি করল খাদ্য দফতর | রাজ্যের তরফের জানিয়ে দেওয়া হয়েছে, যাঁদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত রয়েছে, তারাই এখন থেকে দেশের যে কোনও জায়গায় গিয়ে রেশন তুলতে পারবেন|রাজ্যের রেশন ডিলারদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে, যাতে গ্রাহকদের পূর্ণাঙ্গ তথ্য পোর্টালে জমা হয়, সেজন্য অনলাইনে প্রতিদিন লেনদেনের রেকর্ড রাখতে হবে| একইসঙ্গে দফতর জানিয়েছে, ৩১ আগস্টের মধ্যে সমস্ত গ্রাহক যেন তাঁদের রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করে নেন | ভিন রাজ্যের রেশন কার্ডযুক্ত গ্রাহকরা এ রাজ্যে এলে নিয়ম অনুযায়ী তিনি তাঁর প্রাপ্য খাদ্যসামগ্রীর ৫০ শতাংশ পাবেন| বাকি খাদ্য সামগ্রী যদি তাঁর পরিবার সেই রাজ্য থেকে না নেন, তাহলে তা এক সপ্তাহ পরে তিনি ফের নিতে পারবেন | পাশাপাশি আরও কতকগুলি সুবিধা রয়েছে যার মধ্যে অন্যতম হল, সরকারের তরফে কত পরিমাণ ও কী কী খাদ্যসামগ্রী বরাদ্দ করা হচ্ছে, তা গ্রাহকরা নিজেদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানতে পারবেন | ফলে, রেশন ডিলারদের বিরুদ্ধে সামগ্রী নিয়ে যে তছরুপের অভিযোগ ওঠে, তারও কিছুটা নিষ্পত্তি হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *