নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল কলকাতা| শিয়ালদহ ফ্লাইওভারের নিচে কর্তব্যরত পুলিশকর্মীকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে | জখম পুলিশকর্মীর নাম আতিউর রহমান | আশঙ্কাজনক অবস্থায় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি | গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মহম্মদ জাভেদকে | জানা গিয়েছে, শনিবার ভোররাতে শিয়ালদহ ফ্লাইওভারের নীচে কর্তব্যরত মুচিপাড়া থানার কনস্টেবল আতিউর রহমান ডিউটি করছিলেন | তখনই ফ্লাইওভারের নিচ দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল মহম্মদ জাভেদ | সেই সময় তাকে আটকান কর্তব্যরত আতিউর রহমান | নাইট কারফিউ জারি থাকার পরও কেন সে রাস্তায় বেরিয়েছে তা জানতে চান তিনি| এরপর গাড়ির কাগজপত্রও দেখতে চান | মদ্যপ অবস্থায় থাকার ফলে গাড়ির কাগজ দেখাতে অস্বীকার করে জাভেদ | তারপরই তাঁদের মধ্যে শুরু হয় বচসা | অভিযোগ, গাড়ি থেকে নেমে হাতে একটা ছুরি নিয়ে আতিউরের দিকে ছুটে যায় জাভেদ | প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করেন আতিউর | কিন্তু, শেষরক্ষা হয়নি | মদ্যপ অবস্থায় আতিউরকে ছুরি দিয়ে কোপ মারে জাভেদ | সঙ্গে সঙ্গে ঘটনাস্থানে লুটিয়ে পড়েন আতিউর | এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায় | খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী | আহত কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয় | গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকেও |অন্যদিকে, এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যেই | ওই এলাকার এক ব্যবসায়ীর কথায়, ‘আমরা সকলে পুলিশকর্মীকে বাঁচানোর চেষ্টা করেছি | কিন্তু কোনও লাভ হয়নি | ভরা বাজারে এরকম হতে পারে ভাবতেই পারি না |’ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ |