দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মহানগরের দূষণ কমাতে এবার অবিনব উদ্যোগ পরিবহণ দফতরের |পরিবেশবান্ধব বাস চালু হল কলকাতায় | ডিজেলচালিত বাস প্রথমবার সিএনজিতে চলবে শহরে| সোমবার পরিবহণ ভবনে প্রথম সিএনজি চালিত বাসটির উদ্বোধন করে নিজেই তা চালিয়ে নিয়ে গেলেন কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম|এদিন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম নিজেই সিএনজি বাস চালিয়ে পরীক্ষা করেন | ইতিমধ্যেই যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখেই সিএনজি গ্যাস চালিত এই দুটি বাস ট্রায়াল রান করানো হয়েছে | আগামী কিছুদিনের মধ্যেও শহরে আরও সিএনজি বাস আসবে বলেও জানা গিয়েছে | মেট্রো শহর হিসেবে কলকাতাতেও সিএনজি বাস পরিষেবা চালু হচ্ছে দেশের অন্যান্য রাজ্যের বড় শহরের মত |
সোমবার কলকাতায় প্রথম সিএনজি চালিত বাসের উদ্বোধন করতে দিয়ে নিজেই বাস চালালেন পরিবহণ মন্ত্রী | এদিন দুপুরে কসবার পরিবহণ ভবন থেকে বেরিয়ে ফিরহাদ হাকিম রুবি মোড় থেকে বাস ঘুরিয়ে ফের পরিবহণ ভবনে ফিরিয়ে আনলেন সিএনজি বাস | জানা গিয়েছে, পরীক্ষামূলকভাবে কলকাতার রাস্তায় আপাতত ২ মাস চলবে দুটি সিএনজি বাস| পরীক্ষা সফল হলে ৭০০ সরকারি বাসকে কয়েক মাসের মধ্যেই ডিজেল থেকে সিএনজি-তে বদলে ফেলা হবে | ফিরহাদ হাকিম বলেন, “তেলের যা দাম তাতে বাস চালিয়ে অনেক টাকার ক্ষতির মুখে পড়বে সরকার | তারই বিকল্প হিসাবে পরিবেশবান্ধব সিএনজির কথা মাথায় আসে | ব্যাটারির কথাও ভাবা হয়েছিল| কিন্তু সেগুলির এত দাম সব গাড়ি কনভার্ট করা সম্ভব নয় | তখনই একটি সংস্থা এসে জানাল, ‘সিএনজি কিট বানিয়ে দেব | পরীক্ষা আপনার বাস দিয়েই হবে | যদি সফল হই তা হলে যত ডিজেল বাস আছে সব সিএনজি করে দেব |’ তিনি আরও জানান,আমিও একটু চালিয়ে দেখলাম |কোনও সমস্যা হচ্ছে কি না। ফুয়েল ফ্লো-এর কোনও সমস্যা হচ্ছে কি না তা নিজেই দেখে নিলাম|পরিবহণ দফতর সূত্রে খবর, কলকাতায় ঠিকঠাক ভাবে পরিষেবা দিতে পারলে জেলাতেও বাড়ানো হবে সিএনজি বাসের পরিষেবা |