Breaking News

আর ব্যবহার করা যাবে না প্লাস্টিকের তৈরি জাতীয় পতাকা, নয়া ঘোষণা কেন্দ্রের!

প্রসেনজিৎ ধর :- পরিবেশের কথা মাথায় রেখে ৭৫ তম স্বাধীনতা দিবসের আগে নয়া পদক্ষেপের ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক | এবার থেকে আর ব্যবহার করা যাবে না প্লাস্টিকের তৈরি জাতীয় পতাকা | প্লাস্টিকের জিনিস ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে স্বাধীনতা দিবসের আগে নয়া নির্দেশ জারি করল কেন্দ্র | প্লাস্টিকের বদলে এবার থেকে ব্যবহার করা হোক কাগজের তৈরি জাতীয় পতাকা, আর্জি জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক | জাতীয় পতাকার অবমাননা যাতে কোনওভাবেই না হয় সেদিকেও খেয়াল রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র | প্লাস্টিক পুনর্ব্যবহার যোগ্য নয় | তা নষ্ট করাও বেশ কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ ব্যাপার |সেই কারণেই প্লাস্টিকের জাতীয় পতাকা ব্যবহার না করার কড়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র|

দেখা গেছে স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসে যেখানে প্লাস্টিকের পতাকা লাগানো হয় এবং অনুষ্ঠান শেষে সেই প্লাস্টিকের জাতীয় পতাকা যত্রতত্র পড়ে থাকে তাতে যেমন অবমাননা করা হয় দেশের জাতীয় পতাকাকে | তেমনি বিপুল পরিমাণ প্লাস্টিক পরিবেশের ক্ষতি হয় | তাই এবার থেকে স্বরাষ্ট্রমন্ত্রক সকল রাজ্যের কাছে আর্জি জানিয়েছে যাতে প্লাস্টিকের বদলে কাগজের তৈরি জাতীয় পতাকা ব্যবহার করা হয় | গত বছরের মতো এ বছরও করোনার কারণে অনুষ্ঠানের কাটছাঁট করা হয়েছে এবং করোনার কঠোর বিধি মেনেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ভাষণ দেবেন ভার্চুয়ালি বলে খবর |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *