Breaking News

হস্তশিল্পের বাজার বাড়াতে প্রথম সারির ই-কমার্স কোম্পানির সঙ্গে হাত মেলাচ্ছে পঞ্চায়েত দফতর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার এ রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের হাতে তৈরি সরঞ্জাম খোলা বাজারে আনতে ফ্লিপকার্ট-অ্যামাজন-এর মত বেসরকারি প্রথম সারির ই-কর্মাস কোম্পানির সঙ্গে হাত মেলাচ্ছে রাজ্যের পঞ্চায়েত দফতর, এমনটাই খবর | রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের কাজের গতি আনতে ও উৎসাহ জোগাতে বিশেষ উদ্যোগ নিচ্ছে পঞ্চায়েত দফতর | আনন্দধারা প্রকল্পে প্রায় ১ কোটি মহিলারা রয়েছে, তাঁদের আর্থিক সাহায্যের সঙ্গেই বড় পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার|দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যে হস্তশিল্পের শিল্পী রয়েছে, চাহিদা রয়েছে | কিন্তু বিপণন ব্যবস্থার ঘাটতি রয়েছে | বিপণন-এর দিকে দিয়ে মার খাচ্ছে হস্তশিল্পের কাজ | তাই বড় দুই ই-কমার্স সাইটের সঙ্গে হাত মিলিয়ে চাহিদা অনুযায়ী বিপণন ব্যবস্থা সাজাতে চাইছে রাজ্য সরকার | স্বনির্ভর গোষ্ঠীর তৈরি জিনিসপত্র বিক্রি করতে ঢাকুরিয়ায় পঞ্চায়েত দপ্তরের ‘সৃষ্টিশ্রী’ শপিংমল রয়েছে | ২০১৯ সালে এর পথ চলা শুরু হয়েছে| তিনতলা এই শপিংমলে ২৫টি দোকান রয়েছে | এখানে প্রতি জেলার স্বনির্ভর গোষ্ঠীর স্টল রয়েছে| বিনামূল্যে তাদের এই স্টল দেওয়া হয়েছে | স্বাধীনতা দিবস উপলক্ষে এই শপিংমলে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে | শনিবার থেকে ১৬ আগস্ট পর্যন্ত এই ছাড় মিলবে | সৃষ্টিশ্রীর স্বাধীনতা দিবস সেল উদ্বোধনে এসে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন,’আমরা শুধু হস্তশিল্পের বাজার তৈরি করছি না, যেসব মহিলা এই শিল্পের সঙ্গে রয়েছেন ক্রেতাদের সঙ্গে তাঁদের পরিচয় করানো হচ্ছে | হস্তশিল্পের প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে |’এই বিষয়ে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব এম ভি রামা রাও-এর বক্তব্য, ‘বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে হস্তশিল্পের বাজার টানতে অনলাইন মার্কেটিংয়ের উপর জোর দেওয়া হচ্ছে| সেই জন্য অ্যামাজন, ফ্লিপকার্ট-এর মতো প্রথম সারির শপিং অ্যাপের সঙ্গে কথা চলছে | খুব শীঘ্রই এই পরিষেবা চালু করা হবে |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *