নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ভোট পরবর্তী হিংসা মামলায় ধাক্কা রাজ্যের | কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল | বৃহস্পতিবার এই মামলার রায় দান করতে গিয়ে পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ জানায়, অস্বাভাবিক মৃত্যু, খুন ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগের তদন্তভার সিবিআই-এর হাতে দিতে হবে |পাশাপাশি কম গুরুত্বপূর্ণ মামলার জন্য তিন সদস্যর স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ | তিন আইপিএস আধিকারিক সুমন বালা সাহু, সৌমেন মিত্র এবং রণবীর কুমারের নেতৃত্বে গঠিত হবে সিট | সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্ত করবে সিট | তবে তদন্ত করে সিবিআই ও সিট-কে ছ’সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে | ভাঙচুর, আগুন লাগানো, মারধোর, ঘরছাড়া করার মতো ঘটনার তদন্ত করবে এই তিন সদস্যের সিট | গত ৩ অগস্ট এই মামলার শুনানি শেষ হয়েছিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বে পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে |জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে রাজ্যের তরফে প্রশ্ন তোলা হলেও তাতে মান্যতা দিল হাইকোর্ট | রাজ্যের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের নির্দেশেই বিভিন্ন এলাকায় ঘুরে একটি রিপোর্ট জমা দিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা | পাশাপাশি হাইকোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে, সিবিআআই-কেও ছয় সপ্তাহের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে | সিবিআইকে তদন্তভার তুলে দেওয়া হলেও গোটা বিষয়টি নজর রাখবে আদালত | রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, মানবাধিকার কমিশন কমিটির কয়েকজন সদস্যকে নিয়ে প্রশ্ন তুলেছি|পক্ষপাতদুষ্টের অভিযোগ তোলা হয় | ‘যদি একজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাহলেই রিপোর্ট খারিজ করে দেওয়া উচিত, বলেও দাবি করেন অভিষেক মনু সিংভি | এরপর কেন্দ্রের আইনজীবীকে আদালত প্রশ্ন করা হয়, ‘আদালতের সামনে যে রিপোর্ট পেশ হয়েছে, সেখানে অভিযোগ রয়েছে।’ রাজ্যের হাত থেকে নিয়ে এই মামলার তদন্তভার কেন্দ্রীয় সংস্থার হাতে দেওয়ার এটা উপযুক্ত সময় কিনা ? এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে এই ঘটনার তদন্তভার হাতে নিতে প্রস্তুত কেন্দ্রের তরফে তা স্পষ্ট করা হয় আদালতে | এমনকি দুই তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিক এই মামলায় যুক্ত হতে চেয়েছিলেন, তাঁদের আবেদনও এদিন খারিজ করে দিয়েছে আদালত|