দেবাশীষ পাল, মালদহ :- অনেক সময় চিকিৎসকদের রোগীর পরিবারের হাতে প্রহৃত হতে দেখা যায় | কিন্তু এক ভিন্ন চিত্র দেখা মিলল মালদহের কালিয়াচকের গোলাপগঞ্জ গ্রামীণ হাসপাতালের | হাসপাতালে ডাক্তারবাবুর বদলির খবর পেতেই ঝাঁপিয়ে পড়লো এলাকার বাসিন্দারা | তাঁদের দাবি বদলি করা যাবে না চিকিৎসক মনোরঞ্জন বিশ্বাসকে | জানা যায়, চিকিৎসক মনোরঞ্জন বিশ্বাস প্রায় ৩৫ বছর ধরে এই গোলাপগঞ্জ গ্রামীণ হাসপাতালে কর্মরত ছিলেন | মনোরঞ্জনবাবু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত থেকে বিশেষ ডাক্তার সম্মান পুরস্কার পেয়েছিলেন | কিন্তু হঠাৎ করে গতকাল সন্ধ্যায় ডাক্তারবাবুর নামে চিঠি আসে তাকে বদলি করা হছে | এই খবর পেতে ক্ষোভে ফেটে পড়ে গোলাপগঞ্জ এলাকার বাসিন্দারা | তাঁদের প্ৰিয় ডাক্তারবাবুকে তারা কোনওমতে যেতে দেবেন না | প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে গ্রামবাসীরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন | তাদের একটাই দাবি ডাক্তারবাবুর বদলি করা যাবে না |
তার জন্য যদি তাদের অনশনে বসতে হয় অনশনে বসবেন বলে কিন্তু ডাক্তারবাবুকে বদলি কোনমতেই করতে দেব না | এ বিষয়ে চিকিৎসক মনোরঞ্জন বিশ্বাস জানান,একজন চিকিৎসক হিসাবে কে কোথায় থাকবে তা ঠিক করবে দফতর| তিনি আরও বলেন,দীর্ঘদিন ধরেই হাসপাতালে কাজ করছি তাই গ্রামের মানুষ আমাকে ভালোবেসেছেন| তাই তারা আমাকে ছাড়তে চাইছেন না |