প্রসেনজিৎ ধর, কলকাতা :- এবার অনগ্রসর শ্রেণির উন্নয়নে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার | তফসিলি জাতির জন্য বাজেট বাড়ানোর কথা বুধবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |এমনকী চাকরি ক্ষেত্রেও তাঁদের জন্য সংরক্ষণ বাড়িয়ে দিলেন তিনি | এখন থেকে ২২ শতাংশ সংরক্ষিত করা হল পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য | তৃতীয়বার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী অণগ্রসরশ্রেনীর মানুষদের জন্য গঠন করেছিলেন | বুধবার নবান্নে নবগঠিত তফসিলি জাতি উন্নয়ন কাউন্সিলের প্রথম বৈঠক হল | সেখানে রাজ্যের বিভিন্ন তফসিলি সংগঠনের তরফে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন | সেখানেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, অনগ্রসর শ্রেণি কল্যাণে আরও বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য় সরকার | তিনি এদিন জানিয়ে দিলেন, এখন থেকে চাকরিক্ষেত্রে তফসিলি জাতির প্রার্থীদের ২২ শতাংশ সংরক্ষণ করা হল | পাশাপাশি আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের বৈঠকে | তিনি জানান, বিগত ১০ বছরে রাজ্য সরকার ১ কোটি ১৪ লক্ষ কাস্ট সার্টিফিকেট বিলি করেছে | এরমধ্যে চলতি বছরেই ১৭ লক্ষ ৩৫ হাজার কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে | পাশাপাশি ৪০ হাজার আদিবাসী ও তফসিলি মানুষ পেনশনের আওতায় এসেছে। ৬০ বছর বয়সীরা মাসে ১০০০ টাকা করে পেনশন পাচ্ছেন | বিগত ১০ বছরে ১২ লক্ষ তফসিলি জাতি, উপজাতি পরিবারকে জমির পাট্টা দিয়েছে রাজ্য সরকার | ৭৩ লক্ষ তফসিলি পড়ুুুুয়া স্কলারশিপ পাচ্ছে। এছাড়াও এসসি-এসটি পড়ুয়ারা স্বল্প সুদে ঋণ পাচ্ছে উচ্চ শিক্ষার জন্য | মুখ্যমন্ত্রীর কথায়, অণগ্রসর শ্রেনীর মানুষদের জন্য বাংলা যা যা করেছে তা দেশের কোনও রাজ্য করেনি | মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, তফসিলি উন্নয়নে ছোট ছোট বিষয়েও নজর রাখে রাজ্য সরকার | আদিবাসী ও তফসিলিদের মধ্যে মনসা পুজোর চল বেশি| রাজ্যের বিভিন্ন প্রান্তে ২৭০টি মনসা থানের উন্নতিসাধন করেছে রাজ্য সরকার | পাশাপাশি তফসিলি পড়ুয়াদের স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হয়েছে | ফলে মমতা বন্দোপাধ্যায় এদিন বলেন, তফসিলিরাও বর্তমানে স্বনির্ভর হয়ে সমাজের মূল স্তরে উঠে এসেছে | আগামীদিনেও তাঁরা রাজ্যের উন্নতিতে এগিয়ে আসবে |
এদিকে মনোরঞ্জন ব্যাপারীর আর্জি মেনে বলাগড়ে দলিত সাহিত্য অ্যাকাডেমির একটি শাখা খোলা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী | এই কথা শোনার পর বিধায়কও কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রীকে | সাহিত্য অ্যাকাডেমির একটি লোগোও মমতা নিজে হাতে এঁকে দিয়েছেন বলে জানিয়েছেন |