Breaking News

অ্যাম্বুল্যান্সের জন্য ৪ ঘণ্টা অপেক্ষা করে মৃত্যু করোনা রোগীর,হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড, জলপাইগুড়ির ঘটনা!

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি :- বিনা চিকিৎসায় করোনারোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল | অ্যাম্বুল্যান্স কোথায়? প্রায় ঘণ্টা চারেক অপেক্ষা করতে হল পরিবারের লোকেরা | কার্যত ‘বিনা চিকিৎসা’য় মৃত্যু কোলে ঢলে পড়লেন করোনা রোগী! ওয়ার্ড মাস্টারকে কাঠগড়ায় তুললেন নিহতের পরিজনেরা | সমীর মুন্ডা নামে ওই যুবকের মৃত্যুতে চা বাগান থেকে বহু মানুষ এসে ওয়ার্ড মাস্টারের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন | দীর্ঘক্ষণ পর পুলিশ পৌঁছে পরিস্তিতি সামলায় | পরিবারের দাবি, জ্বরে আক্রান্ত সমীরকে মঙ্গলবার জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসেন আত্মীয়রা | পরীক্ষা করে জানা যায় তিনি করোনা সংক্রমিত | ভোর ৫টা নাগাদ তাঁকে জলপাইগুড়ির বিশ্ব বাংলা করোনা হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয় | অভিযোগ, সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করেও মেলেনি অ্যাম্বুল্যান্স | শেষে যখন অ্যাম্বুল্যান্স পৌঁছয় ততক্ষণে মৃত্যু হয়েছে সমীরের | যুবকের মৃত্যু হতেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায় | ওয়ার্ড মাস্টার কুলীন সিনহাকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন পরিজনরা | ততক্ষণে চা বাগান থেকে এসে পড়েন যুবকের বন্ধুবান্ধবরাও | তাঁরাও বিক্ষোভে সামিল হন | প্রায় আড়াই ঘণ্টা বিক্ষোভ চলার পর পুলিশ এসে পরিস্থতি সামাল দেয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *