দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চলছে উৎসবের মরসুম | কোভিডের দ্বিতীয় ঢেউ শেষ হওয়ার আগেই কার্যত আমাদের এখন চোখ রাঙাচ্ছে কোভিডের তৃতীয় ঢেউ | বিশেষজ্ঞরা আগেই জানিয়ে দিয়েছেন এই ঢেউ সব থেকে বেশি প্রভাবিত করতে চলেছে শিশুদের| তাই দুর্গাপুজোর মুখেই এবার আইসিএমআর বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ জানিয়ে দিল, উৎসব মরশুমে যথাযথভাবে কোভিড বিধি মেনে না চললে এই দুর্গাপুজোই হয়ে উঠতে পারে কোভিডের তৃতীয় ঢেউকে ডেকে আনার অনুঘটক | কার্যত সেক্ষেত্রে এই পুজো সুপারস্প্রেডারের ভূমিকা বহন করবে | বৃহস্পতিবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতর যে কোভিড রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৭১ জন, মারা গিয়েছেন ১৩জন | সব থেকে বেশি মানুষ সংক্রমিত হয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগণা জেলায়| প্রথমটিতে ১৫৫ জন ও দ্বিতীয়টিতে ১৪৩ জন | স্বাভাবিক ভাবেই এই আবহে দুর্গাপুজো নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যের স্বাস্থ্য মহলের পাশাপাশি চিকিৎসক ও বিশেষজ্ঞ মহলেও | রাজ্য সরকারের সাম্প্রতিক সেন্টিনেল সার্ভে অনুযায়ী, বাংলার চার জেলায় সংক্রমণের হার তিন শতাংশ বেশি | তাই চিকিৎসকরা বলছেন, দুর্গাপুজোয় স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানলে এই উৎসবই হয়ে উঠতে পারে সুপার স্প্রেডার | বিশেষজ্ঞরা ভয় পাচ্ছেন, পুজোতে বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে ভিড় বাড়তে পারে| নিয়ম না মানলে ভয় বাড়াতে পারে আক্রান্তের সংখ্যা | শুধু তাই নয়, পুজোতে ইতিমধ্যেই অনেকে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন | সেক্ষেত্রে পর্যটনকেন্দ্রগুলিতেও ভিড় বাড়ার আশঙ্কা রয়েছে | আর তাতেই চিন্তিত চিকিৎসকরা | দেশে সংক্রমণ কমে এলেও এখনও বিভিন্ন রাজ্যের ২৮টি জেলায় সংক্রমণের হার পাঁচ থেকে দশ শতাংশের মধ্যে রয়েছে। কেন্দ্রের ওই তালিকায় পশ্চিমবঙ্গের একমাত্র জেলা হিসাবে রয়েছে কলকাতা |