নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- এবার কালীপুজোয় বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে | আর এই মামলা দায়েরের অনুমতি দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ | ২০২০ সালে করোনা ভাইরাসের জেরে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট|অবকাশকালীন বেঞ্চ যদি বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা বহাল রাখে তাহলে এই বছরও বাজি পোড়ানো যাবে না| বাজি পোড়ালে তার থেকে ধোঁয়া বের হয় | তাতে অনেকেরই নিঃশ্বাস নিতে সমস্যা হয় | তাছাড়া এখনও করোনাভাইরাস দুর্বল হয়নি | তাই বাজি নিষিদ্ধ করা হোক বলে জনস্বার্থ মামলার হলফনামায় উল্লেখ করা হয়েছে | মনে করা হচ্ছে পুজোবকাশের মধ্যেই এই মামলার শুনানি হতে পারে | বাজি পোড়ানোর জেরে যে ঘন ধোঁয়া বের হয় তা অনেকেরই শ্বাসপ্রশ্বাসের ক্ষেত্রে বড়সড় সমস্যা তৈরি করে দেয় | এ নিয়ে পরিবেশবিদরাও বার বার সরব হয়েছেন| কোভিডকালে এই ধোঁয়া যে আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে সে কথা গত বছর থেকেই বলে আসছেন চিকিৎসকরা | তাঁদের দাবি, কালি পুজোর আগে পরে করে কেউ কোভিডে আক্রান্ত হলে বাজির ধোঁয়া তাঁর ফুসফুসকে বেশ ভালই ক্ষতিগ্রস্থ করবে | তাই এবারও উৎসব মরশুমে যাতে কোনও বাজি না ফাটানো হয়, তার জন্য নিষেধাজ্ঞা চেয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে | কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় মামলাটি শুনবেন বলে এদিনই জানানো হয়েছে| সম্ভবত আগামী সপ্তাহে এই মামলা শুনানির হবে | গত বছর কোভিডের কথা মাথায় রেখে হাইকোর্টের নির্দেশ ছিল, পুজোয় কোনও ভাবেই বাজি ফাটানো যাবে না, কোনও বাজি বিক্রিও করা যাবে না | কালীপুজো, দীপাবলির পাশপাশি ছটপুজোতেও বাজি ফাটানোয় নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত | এবারেও কার্যত সেই একই বিধিনিষেধ জারি হতে পারে|