Breaking News

করোনার ভ্যাকসিন না পেয়ে ঝাড়গ্রামের চন্দ্রী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তালা লাগিয়ে চলল গ্রামবাসীদের বিক্ষোভ!

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম :-ভ্যাকসিন না পেয়ে ঝাড়গ্রামের চন্দ্রী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তালা লাগিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাল | ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বৃহস্পতিবার করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য আশা কর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে প্রচার করা হয় | বৃহস্পতিবার ৫০০ জন কে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল চন্দ্রী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে | কিন্তু সকাল থেকেই এক হাজারেরও বেশি মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য স্বাস্থ্য কেন্দ্রের সামনে এসে লাইন দিয়ে দাঁড়ায় |

কিন্তু বৃহস্পতিবার বেলা বারোটা পর্যন্ত ভ্যাক্সিনেশন ক্যাম্প চালু না করায় এবং গ্রামবাসীদের ভ্যাকসিন না দেওয়ায় ভ্যাকসিন নিতে আসা গ্রামবাসীরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ কর্মসূচি করে | বিক্ষোভকারীদের কথায় বৃহস্পতিবার সকাল থেকে স্বাস্থ্য কেন্দ্রের সামনে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি | কিন্তু ভ্যাকসিন দেওয়ার জন্য কোন ক্যাম্প করা হয়নি এবং ভ্যাকসিন দেওয়া হয়নি | তাই আমরা বাধ্য হয়ে চন্দ্রী স্বাস্থ্যকেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছি | যার ফলে সমস্যায় পড়েছেন স্বাস্থ্য দফতরের কর্মীরা| তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *