নিজস্ব সংবাদদাতা :- জাওয়াদ ঘূর্ণিঝড় আছড়ে পড়েনি বাংলায়। কিন্তু দফায় দফায় বৃষ্টি হয়েছে এ রাজ্যের বিভিন্ন জেলায় | বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা | শীতকালীন সবজি অনেক জায়গায় জলের তলায় চলে গিয়েছে | এর জেরে মাথায় হাত পড়ে গিয়েছে কৃষকের | এদিকে শীতের মুখেই বৃষ্টির জেরে ফসলের ক্ষতি হয়েছে | এবার শীতকালীন সবজির দাম বাড়তে পারে | পৌষমাস শেষ হতে চলেছে,ধান পেকে গেছে মাঠে| সেই পাকা ধানে মই দিয়েছে অসময়ের বৃষ্টি| বহু জমিতে এখনও ধান কাটা হয়নি | আবার অনেক জমির ধান কাটার পর জমিতেই পড়ে রয়েছে | বৃষ্টির জল জমিতে জমে যাওয়ায় ধান নষ্ট হয়ে যেতে পারে বলে মনে করছেন চাষীরা |সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাসনাবাদ, হাড়োয়া, মিনাখা সহ বিভিন্ন এলাকায় রাতভর বৃষ্টির জেরে বিঘার পর বিঘা কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে | পাকা ধানও জলের তলায় চলে গিয়েছে | জমির জল না শুকোলে কিছু করা যাবে না | ধান উঠলে তবে আলু বসানো হবে সেটা আরও দেরি হয়ে যাবে | যত দেরী হবে আলু বসাতে তত মার খাবে আলুচাষ | তারপর আবার চড়া দামে সার ও বীজ কিনে আলু চাষ শুরু করতেই নিম্নচাপের বৃষ্টির জেরে জমি জলমগ্ন হয়ে পড়ায় মাথায় হাত কৃষকদের | ধানের পর এবার আলু চাষেও তাঁরা ক্ষতির মুখে পড়লেন বলে আশঙ্কা করছেন চাষীরা| এ রাজ্যের মধ্যে পূর্ব বর্ধমানের মেমারি, জামালপুর, শক্তিগড়, কালনায় ব্যাপক ভাবে জলদি জাতের আলু চাষ হয় | সেই আলু বসানোর কাজ শেষ হয়ে গিয়েছিল | সেই সব আলু চাষের জমি এখন জলের তলায় | পুরো চাষ নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে |