প্রসেনজিৎ ধর, কলকাতা :- দু’দিনের সফরে আবার পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সফরে কলকাতায় আসছেন না তিনি, তবে বৃহস্পতিবার রাতেই শিলিগুড়িতে নামবেন। সফরের মূল কেন্দ্র উত্তরবঙ্গ, যেখানে তিনি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। শুক্রবার বিকেলেই তিনি দিল্লির উদ্দেশে ফিরে যাবেন।লোকসভা নির্বাচনের পর এই নিয়ে দ্বিতীয় বার বাংলায় আসছেন শাহ। উত্তরবঙ্গে তিনি মূলত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সশস্ত্র পুলিশ বাহিনীর অনুষ্ঠানে যোগ দিতে আসছেন। নেপাল এবং ভুটানের সীমান্ত রক্ষাকারী সশস্ত্র পুলিশ বাহিনীর নাম ‘সশস্ত্র সীমা বল’ (এসএসবি)। শুক্রবার তার প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে প্যারেড এবং অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নামবেন তিনি। রাতে এসএসবি-র সদর দফতরে থাকবেন। সকালে সেখান থেকে এসএসবি-র প্যারেড গ্রাউন্ডে যাবেন।দুপুর ১টা পর্যন্ত এসএসবি-র অনুষ্ঠান চলবে। তাদের সদর দফতরেই মধ্যাহ্নভোজ সারবেন শাহ। তার পর বিকেলে এসএসবি-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বাগডোগরা থেকে বিকেল ৩টে ১০ মিনিট নাগাদ আবার দিল্লির উদ্দেশে রওনা দেবেন।অমিত শাহের সফরের সময় বিজেপির কোনো বড় অনুষ্ঠান বা কর্মসূচি না থাকা সত্ত্বেও, রাজ্যের রাজনৈতিক মহলে এই সফরটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের নীতি এবং পদক্ষেপগুলোর প্রতি রাজ্যের জনগণের মনোভাব নির্ধারিত হতে পারে। তবে, এই সফরটি মূলত নিরাপত্তা ও সীমান্ত রক্ষার বিষয়েই গুরুত্ব পাচ্ছে, যা রাজনৈতিক পর্যবেক্ষকদের জন্যও আকর্ষণীয় হতে পারে।