দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- হাওড়ার পুরসভা নির্বাচন নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়কে খোঁচা দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় | কলকাতা পুরসভা ও হাওড়া পুরসভা নির্বাচন একসঙ্গে হওয়ার কথা ছিল | সেখানে কলকাতা পুরসভার নির্বাচন হচ্ছে ১৯ ডিসেম্বর | আর হাওড়া পুরসভা নির্বাচন স্থগিত রাখা হয়েছে | সেটা রাজ্যপালের বিলে সই না করার জন্যই হয়েছে | আর হাওড়াতে পুরভোট না হওয়ার জন্য রাজ্যপালকেই কাঠগড়ায় তুললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় | সোমবার রাজ্যপালকে নিশানা করে বিধানসভার স্পিকার বলেছেন, ‘হাওড়া বিল দ্রুত গতিতে পাশ না-করানোর জন্য সেখানে ভোট হল না | এটা না-হওয়ার কোনও কারণ ছিল না | এটা বুঝতে হবে যে কোনটা প্রয়োজন | যদিও একদিনে কৃষি বিলে রাষ্ট্রপতি সই করতে পারেন, তা হলে এটা হল না কেন? রাজ্যপালকে আমরা সব পাঠিয়ে দিয়েছি| উনি কি উদ্দেশ্যে আটকে রেখেছেন, তা জানি না |’ এর ফলে ফের একবার স্পিকার ও রাজ্যপালের মধ্যে সংঘাতের সূত্রপাত ঘটল বলাই চলে | এবার তা প্রকাশ্যে আসতে চলেছে বলে মনে করা হচ্ছে | এই মন্তব্যের পর রাজ্যপাল পাল্টা এখনও কোনও প্রতিক্রিয়া দেননি |