দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন নেই, পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে বিজেপির দায়ের করা মামলায় এমনটাই জানাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ | শুক্রবার রাতে পুরভোট নিয়ে অন্তর্বর্তী রায়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানায়, কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই | তবে ভোটারদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের | তারা যদি সেই কাজে ব্যর্থ হয় তবে তার জবাবদিহি করতে হবে আদালতে | আদালতের এই নির্দেশে কমিশন ও রাজ্য সরকার স্বস্তি পেল বলে মনে করা হচ্ছে | এর আগে সিঙ্গল বেঞ্চ এই সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের ওপরে ছেড়েছিল | ডিভিশন বেঞ্চও ভরসা রাখল তাদের ওপরেই |এদিনের শুনানিতে রাজ্য, রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের আইনজীবী ছিলেন | তাঁদের উপস্থিতিতেই রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন | প্রধান বিচারপতি জানান, আপনারা যে সংখ্যক পুলিশ মোতায়েন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, তার দেখভাল কে করবে? কাউকে নিয়োগ করেছেন? রাজ্য নির্বাচন কমিশন উত্তরে জানায়, রাজ্য সরকারের সঙ্গে বারবার আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে | তবে কাউকে এখনও নিয়োগ করা হয়নি | প্রধান বিচারপতি জানান, কেমন পরিকল্পনা করেছেন তার ব্লু প্রিন্ট দিন | সেই অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশন নিরাপত্তার নকশা জমা দেয় | শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতির ভর্ৎসনা শুনে আদালতে নিরাপত্তার পরিকল্পনার বিস্তারিত জমা দেন কমিশনের আইনজীবী | এরপর আদালত জানায়, কমিশন ও রাজ্য সরকারের প্রতিশ্রুতির ওপর আস্থা রেখেই কেন্দ্রীয় বাহিনীর আবেদন খারিজ করছে আদালত |বিজেপির আইনজীবী বিরোধিতা করে বলেন,এই পুলিশের অবাধ নির্বাচন করানোর কোনও নজির নেই | রাজ্যে সমস্ত নির্বাচনে রক্ত ঝরেছে | বুথ দখল হয়েছে | রাজ্য পুলিশ ছিল দর্শকের ভূমিকায় | কেন্দ্রের আইনজীবী আদালতকে জানান তাঁরা বাহিনী পাঠাতে তৈরি | কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর আবেদন খারিজই করল আদালত |
Hindustan TV Bangla Bengali News Portal