Breaking News

রাত পোহালেই কলকাতায় পৌরভোট,চালু কন্ট্রোল রুম,ভোটের দিন নির্বাচন কমিশন দফতর ঘেরাওয়ের ছক বিজেপির!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাত পোহালেই কলকাতায় পুরভোট |নির্বাচনী রণাঙ্গনে নামতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস,বামেরা | কলকাতা কর্পোরেশনে রয়েছে মোট ১৪৪টি ওয়ার্ড| নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৪৪ ওয়ার্ডে মোট বুথের সংখ্যা ৪ হাজার ৯৫৯টি | প্রধান বুথের সংখ্যা ৪ হাজার ৭৩৯টি এবং অতিরিক্ত বুথ ২২০টি | নিরাপত্তা সুনিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা তৈরি রাখতে চাইছে পুলিশ প্রশাসন | কলকাতার ১৪৪টি ওয়ার্ডের ১৬টি ডিসিআরসিতে চূড়ান্ত ব্যস্ততা, প্রায় সাড়ে ৬ হাজার ইভিএমকে তৈরি রাখা হয়েছে | ভোটকর্মীদের জন্য মাস্ক ও স্যানিটাইজারেরও পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে |১ হাজার ৭৭৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে | বিভিন্ন এলাকায় চলে নাকা চেকিং | তারাতলায় নাকা চেকিংয়ের সময় অস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ | এদিকে ভোটের আগের দিন থেকেই শাসকের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সরব বিরোধীরা | বামেদের অভিযোগ হরিদেবপুরে বাইক বাহিনী ভোটারদের ভয় দেখাচ্ছে | এদিকে সন্ত্রাস রুখতে বিভিন্ন এলাকায় চলছে পুলিশের টহলদারি | ২৩ হাজার ৫০০ পুলিশ মোতায়েন করা থাকছে | চালু কমিশনের কন্ট্রোল রুম- ২২৯০-০০৪০/ ৪১ | কলকাতার নিরাপত্তায় আরও ৫০০ রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে | ভোটের সুরক্ষা নিয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দিতে হবে | ডিজি ও সিপিকে নির্দেশ কমিশনের|শুক্রবারও পৌরনিগম নির্বাচনে পুলিশি প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেন পুলিশ কমিশনার | পরিদর্শনে বেরিয়ে প্রথমেই তিনি চলে যান শ্যামবাজারের মোড়ে | ডিসি নর্থ সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বেশ কিছুক্ষণ কথা বললেন তিনি | তারপর হেদুয়া পার্ক এলাকায় পৌঁছে যান তিনি, সেখানেও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বললেন বড়তলা থানার ওসির সঙ্গে | কলকাতা পুরভোটের দিন গোলমালের অভিযোগ উঠলে বিজেপি রাজ্যজুড়ে পথে নামবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | সেই পরিকল্পনা মতো কলকাতা সংলগ্ন এলাকাতেই থাকবেন দলের বিধায়করা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *