দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ১৯ ডিসেম্বর কলকাতা পুরনিগমের ভোট | শেষ মুহূর্তে জোরদার প্রচার চলছে সব দলের | বৃহস্পতিবারও দক্ষিণ কলকাতায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া সভা করলেন | অপরদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় উত্তর কলকাতায় রোড শো এবং জনসভা করলেন | উত্তর কলকাতার প্রার্থীদের প্রচারে বৃহস্পতিবার সন্ধেবেলা বউবাজার থেকে শিয়ালদহ পর্যন্ত দীর্ঘ মিছিলে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় | মিছিল শেষে বউবাজার থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি |
এদিন অভিষেক দলীয় নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন যাতে ভোটের দিন কোনও অশান্তি না হয় |নীচুতলার দলীয় কর্মীদের তাঁর বার্তা, ‘ভয় দেখিয়ে ভোট বাড়ানোর চেষ্টা দেখলেই দল থেকে বহিস্কার করা হবে|’ তিনি বলেন, ‘এবার কলকাতার পুরভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে | কারণ গোটা দেশ জানে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছরই মানুষের পাশে থাকেন | শুধু ভোট এলে শ্যামাপোকা বা বসন্তের কোকিলের মতো ময়দানে নামেন না |’ এদিন দলীয় নেতা-কর্মীদের পরিস্কার বার্তা দিয়েছেন, শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিকভাবে আবাধ নির্বাচন করতে হবে| মানুষের হৃদয়ে তৃণমূলের জায়গা, জোর করে ধমকে চমকে তৃণমূল ভোট করে না | এটা দেখিয়ে দিতে হবে | বৃহস্পতিবার কার্যত মেগা প্রচার সূচি ছিল তৃণমূলের |একদিকে, কলকাতার তিনপ্রান্তে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি জনসভা| অন্যদিকে, উত্তর কলকাতায় অভিষেকের দীর্ঘ মিছিল। হুডখোলা গাড়িতে অভিষেকের সঙ্গে এদিন মিছিলে শামিল হয়েছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও পর্যবেক্ষক তাপস রায়| বিকেল থেকে শুরু করে সন্ধে পর্যন্ত অভিষেকের দীর্ঘ মিছিলে প্রচুর জনাসমাগম চোখে পড়ল | এদিন বক্তব্য রাখতে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”আজকের এই মিছিলে জনসমাগম রেকর্ড ভেঙেছে |” এরপরই তিনি উত্তর কলকাতার সবকটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের জয় নিয়ে আত্মবিশ্বাসের কথা বলেন | অভিষেকের বক্তব্যে উঠে আসে তৃণমূলের প্রাসঙ্গিকতা, দায়িত্বের কথা | তাঁর কথায়, ”তৃণমূলই একমাত্র বিকল্প | কোনও বিরোধী দল নেই |