Breaking News

তৃণমূলের সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদল,জেলা সভাপতি,জেলা চেয়ারম্যান পদে একাধিক বদল,এল বহু নতুন মুখ!

প্রসেনজিৎ ধর :- একাধিক জেলায় তৃণমূলের জেলা সভাপতি পদে রদবদল,বদল তৃণমূলের জেলা চেয়ারম্যান পদেও |হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো স্নেহাশিস চক্রবর্তীকে | শ্রীরামপুর ও হুগলি সাংগঠনিক জেলাকে মিলিয়ে একটি সাংগঠনিক জেলা করা হয়েছে | যাঁর সভাপতি হয়েছেন বিধানসভা ভোটের ‘জায়ান্ট কিলার’ অরিন্দম গুঁই | প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে বিধানসভা ভোটে হারিয়ে দিয়েছিলেন তিনি | চেয়ারম্যান করা হয়েছে ধনেখালির বিধায়ক অসীমা পাত্রকে | আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় | চেয়ারম্যান হয়েছেন জয়দেব জানা |দক্ষিণ ২৪ পরগণা (সদর) জেলার সভাপতি পদে রয়ে গিয়েছেন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী| তাঁর সঙ্গে ওই জেলার চেয়ারম্যান করা হয়েছে অশোক দেবকে |বীরভুম জেলা সংগঠনের সভাপতি থাকছেন অনুব্রত মণ্ডলই | চেয়ারম্যান পদেও আশিষ বন্দ্যোপাধ্যায়কে রেখে দেওয়া হয়েছে | বারাসত সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে | এর আগে এই দায়িত্বে ছিলেন বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়, অশনি ছিলেন পার্থ ঘনিষ্ঠ নেতা |

দমদম সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সরানো হয়েছে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে | তবে চেয়ারম্যান পদে রেখে দেওয়া হয়েছে নির্মল ঘোষকে | পার্থকে মন্ত্রিসভার জায়গা দেওয়া হতে পারে বলে জল্পনা | মুর্শিদাবাদ ও বহরমপুর সাংগঠনিক জেলাকে জুড়ে সভাপতি করা হয়েছে প্রাক্তন কংগ্রেস বিধায়ক শাঁওনি সিংহ রায়কে | জঙ্গিপুর সাংগঠনিক জেলা আলাদা রেখে দেওয়া হয়েছে | এর সভাপতি পদেও রেখে দেওয়া হয়েছে সাংসদ খলিলুর রহমানকে | দার্জিলিং ভেঙে দুটি সাংগঠনিক জেলা কমিটি করেছে তৃণমূল | পাহাড়ের সভাপতি করা হয়েছে রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রীকে | সমতলে সভাপতি পদে রেখে দেওয়া হয়েছে পাপিয়া ঘোষকে। জলপাইগুড়ির জেলার সভাপতি করা হয়েছে ওই জেলার মহিলা নেত্রী মহুয়া গোপকে | ওই জেলার চেয়ারম্যান হয়েছেন বিধায়ক খগেশ্বর রায় | দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি পদে রেখে দেওয়া হয়েছে কানাইয়ালাল অগ্রবালকে| মালদহের চেয়ারম্যান পদে বসানো হয়েছে প্রবীণ বিধায়ক সমর মুখোপাধ্যায়কে | কোচবিহার জেলার অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতে সভাপতি পদ থেকে সরানো হয়েছে প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়কে| তাঁর বদলে সভাপতি হয়েছেন অভিজিৎ দে ভৌমিক | দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি পদ থেকে গৌতম দাসকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে মৃণাল সরকারকে | চেয়ারম্যান হলেন নিখিল সিংহ রায়| সুন্দরবন জেলার সভাপতি পদ থেকে সরানো হয়েছে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারকে | দায়িত্ব দেওয়া হয়েছে মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদারকে | পশ্চিম বর্ধমান জেলায় নতুন সভাপতি হয়েছেন প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় | পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে প্রত্যাবর্তন হয়েছে মন্ত্রী সৌমেন মহাপাত্রের | কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন এগরার বিধায়ক তরুণ মাইতি | বাঁকুড়া জেলার সভাপতি হয়েছেন দিব্যেন্দু সিংহ মহাপাত্র, চেয়ারম্যান করা হয়েছে মানিক মিত্রকে | বিষ্ণুপুর জেলার সভাপতি করা হয়েছে বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়কে | চেয়ারম্যান হয়েছেন বাসুদের দিগার | রানাঘাটের সভাপতি হয়েছেন দেবাশিস গঙ্গোপাধ্যায়| চেয়ারম্যান হয়েছেন প্রমথ রঞ্জন বসু | ঝাড়গ্রামের চেয়ারম্যান করা হয়েছে বিধায়ক তথা মন্ত্রী বীরবাহা সোরেনকে | পুরুলিয়া জেলার সভাপতি হয়েছেন হংসেশ্বর মাহাত |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *