Breaking News

রাজ্যে ৭ নতুন জেলার ঘোষণা মুখ্যমন্ত্রীর,বুধবার মন্ত্রিসভার রদবদল!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যে আরও ৭টি নতুন জেলা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান দক্ষিণবঙ্গের ৩টি জেলা ভেঙে হবে এই ৭টি জেলা | এর ফলে রাজ্যে জেলার সংখ্যা বেড়ে হবে ৩০ | সেই সঙ্গে নানা জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানালেন,‘কামরাজ মডেলে মন্ত্রিসভা ভাঙার কোনও পরিকল্পনা আমাদের নেই’ | মুখ্যমন্ত্রী বলেন, ‘সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডের প্রয়াণে এবং পার্থদা জেলে থাকার কারণে সেই দফতরগুলো সামলানোর জন্য কাউকে দায়িত্ব দেওয়া দরকার | তাই মন্ত্রিসভার রদবদল হবে |’ এই সাত নতুন জেলা হল, সুন্দরবন, ইছামতী (উত্তর ২৪ পরগণার বনগাঁ মহকুমা ও বাগদা নিয়ে), বসিরহাট, রানাঘাট, বিষ্ণুপুর, বহরমপুর, জঙ্গিপুর এবং কান্দি | আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বাড়তি সুবিধা এবং উন্নতমানের পরিষেবা দিতেই এই সাত নতুন জেলা তৈরি বলে সোমবার নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ ২৪ পরগণা জেলা ভেঙে হবে সুন্দরবন জেলা | ইতিমধ্যে সুন্দরবন পুলিশ জেলা বিভাজন হয়েছে | এর জেলা সদর হতে চলেছে কাকদ্বীপ | এছাড়া উত্তর ২৪ পরগণা জেলা ভেঙে হতে চলেছে ইছামতি ও বসিরহাট জেলা | ইছামতি জেলার জেলাসদর হতে চলেছে বনগাঁ | এছাড়া নদিয়া জেলা ভেঙে হতে চলেছে রানাঘাট জেলা | মুর্শিদাবাদ জেলা ভেঙে হতে চলেছে কান্দি ও বহরমপুর জেলা | বাঁকুড়া জেলা ভেঙে হতে চলেছে বিষ্ণুপুর জেলা | বিরোধীদের দাবি, ক্ষমতায় আসার পর থেকেই জেলা ভাগ ও পুলিশ কমিশনারেট গঠন করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় | কিন্তু এতে সাধারণ মানুষের বিন্দুমাত্র উপকার হয়নি | বিরোধীদের দাবি, নিজের দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে একের পর এক জেলা গঠন করছেন মমতা| সঙ্গে এর জেরে রাজ্যে পুলিশের শাসন কায়েম রাখতে সুবিধা হচ্ছে তাঁর | সোমবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল নিয়ে আলোচনা হতে পারে বলে জল্পনা উসকে উঠেছিল | তবে মুখ্যমন্ত্রী নিজেই এদিন বললেন, মন্ত্রিসভা নিয়ে বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত হবে | ওইদিন বিকেল ৪টে নাগাদ রদবদল হবে | মুখ্যমন্ত্রীর সাফ কথা, ”মন্ত্রিসভা ভেঙে নতুন করে কিছু করার পরিকল্পনা নেই | ছোট কিছু বদল হবে। ৫, ৬ জন নতুন আসতে পারে | কাউকে দল, সংগঠনের কাজে লাগানো হবে |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *