Breaking News

পুজোর আগেই এসএসসির ২১ হাজার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু,কবে থেকে শুরু নিয়োগ প্রক্রিয়া?জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে নতুন করে শুরু হচ্ছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া | এরই মাঝে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু |অতি শীঘ্রই মোট ২১ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানালেন তিনি| সোমবার নিয়োগ নিয়ে এসএসসি কর্তাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী| তারপরই সাংবাদিক বৈঠকে তিনি জানান, “নতুন নিয়োগে কোনও বাধা নেই| পুজোর আগেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে | পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আপার প্রাইমারি, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এসএলএসটি ও প্রধানশিক্ষক মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ২১ হাজার |” যে শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া পুজোর আগেই শুরু হয়ে যাবে | অন্যদিকে, এসএসসি আন্দোলনকারীদের ভবিষ্যৎ কী, তা নিয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিষয়টা দেখার আশ্বাস দিয়েছেন | আন্দোলন মানেই যে ন্যায্য তা নয়, দাবি খতিয়ে দেখা হবে | সহানুভূতির সঙ্গে গোটা বিষয়টা দেখা হচ্ছে | আইন মেনে পুরো প্রক্রিয়া হবে|”এদিনের বৈঠকে হাজির ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের নবনিযুক্ত সভাপতি, এসএসসি-র সভাপতিসহ শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিকরা | সেখানে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে পুজোর আগেই ২১ হাজার শূন্যপদে শুরু হবে নিয়োগপ্রক্রিয়া | দুর্নীতি এড়াতে নিয়োগবিধিতে ব্যাপক রদবদলের সম্ভাবনা রয়েছে | উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তিন ধাপেই হবে শিক্ষক নিয়োগ | সঙ্গে সমান্তরালভাবে চলবে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *