দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নির্ধারিত সময়ের আগেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনফোর্সমেন্টে ডিরেক্টরেটের তলবের প্রেক্ষিতে শুক্রবার তিনি হাজিরা দিলেন। এদিন সকাল ১১টায় তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সেই সময়ের ১৫ মিনিট আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছন তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।ইডি সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন ইডির ৫ জন স্পেশাল অফিসার। অভিষেককে জিজ্ঞাসাবাদ উপলক্ষে দিল্লি থেকে কলকাতায় এসেছে ইডির এই ৫ সদস্যের টিম। যাঁরা প্রত্যেকেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার বলে জানা যাচ্ছে।
অভিষেক বন্দোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ উপলক্ষে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোটা সিজিও কমপ্লেক্স জুড়ে।ইডি দফতরে তিনি পৌঁছে যান ১০টা ৪৫ নাগাদ। তাঁকে ৭ তলার এ ব্লকে বসানো হয়। কয়লা পাচার তদন্তের মূল তদন্তকারী অফিসার-সহ ৫ জনের আধিকারিক এসেছেন দিল্লি থেকে। তাঁরা মূলত ৫টি প্রশ্নের উত্তর জানতে চাইবেন অভিষেকের কাছে, সূত্রের খবর এমনই।কয়লা পাচারের যে ‘মানি ট্রেল’ বা আর্থিক লেনদেনের হদিশ ইডি পেয়েছে, তা নিয়েই অভিষেককে সিজিও কমপ্লেক্সে জেরা করা হতে পারে বলে সূত্রের খবর। এর আগে অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে একই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেসব বয়ানের সত্যতা যাচাই এবং রুজিরা-অভিষেকের বয়ান মিলিয়ে দেখা হতে পারে।এদিকে, অভিষেক ইডি দফতরে পৌঁছনোর কিছুক্ষণ আগেই বিজেপিকে কটাক্ষ করে একটি টুইট করেছে তৃণমূল। তৃণমূল বারবারই দাবি করেছে, শাসক দলের নেতাদের বিরুদ্ধে ইডি বা সিবিআই তদন্ত আদতে রাজনৈতিক ষড়যন্ত্র। অভিষেককেও বলতে শোনা গিয়েছে, রাজনৈতিক লড়াইতে পেরে না উঠেই কেন্দ্রীয় সংস্থার সাহায্য নিচ্ছে বিজেপি। টুইটে সেই বার্তাই আরও একবার দেওয়া হয়েছে ঘাসফুল শিবিরের তরফে।
টুইটে তৃণমূল দাবি করেছে, কেন্দ্রীয় সংস্থাগুলি বিজেপির হাতের পুতুলে পরিনত হয়েছে, যা অত্যন্ত লজ্জার | আরও বলা হয়েছে, যখনই বিজেপি আশঙ্কায় ভোগে, তখনই তারা ‘তোতাপাখি’ গুলোকে ছেড়ে দেয়, তাদের ওপর আক্রমণ করার জন্য, যারা এখনও নিজেরে মেরুদণ্ড সোজা রেখেছে।এরমধ্যে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকেও দিল্লিতে ডেকেছিল ইডি। নোটিস পেয়েই কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের জন্য আবেদন করেছিলেন মেনকা। আদালত নির্দেশ দেয়, ইডিকে জেরা করতে হলে কলকাতাতে করতে হবে। শুধু তাই নয়, মেনকার বিরুদ্ধে কোনও কঠিন পদক্ষেপ নিতে পারবে না ইডি।