প্রসেনজিৎ ধর :- কয়লা উত্তোলনের সময় আচমকাই বিস্ফোরণ হয়৷ বিস্ফোরণের পরিমাণ তীব্র থাকায় দেখা দিয়েছে একাধিক বাড়িতে ফাটল৷ প্রায় ১৯টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷ ঘটনাস্থল দুর্গাপুর ফরিদপুর ব্লকের শিরষা গ্রাম৷স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড দুর্গাপুর ফরিদপুর ব্লকের শিরষা গ্রামে খনি গহ্বর থেকে কয়লা উত্তোলনের কাজ করছে কয়েকদিন ধরে। কয়লা উত্তোলনের কাজ চলার সময় আচমকা বিস্ফোরণ ঘটে বলেন স্থানীয়দ্বের দাবি। আর তার জেরে এলাকায় ভয়ানক কম্পন তৈরি হয়। তীব্র কম্পনের ফলে গ্রামের প্রায় ১৯টি বাড়িতে ফাটল ধরে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে।স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষজনের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষকে ফাটলের বিষয়টি জানানো সত্ত্বেও কোনও গুরুত্ব দেয় না। তাই প্রাণ বাঁচাতে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা রাতে বাড়ির বাইরে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। উল্লেখ্য দিন চারেক আগে কয়লা উত্তোলনের জেরে পাথরপুকুর ও বাদ্যকর পাড়া এলাকায় ধস নামে। ইসিএলের খোলামুখ খনি লাগোয়া জনবসতিপূর্ণ এই এলাকার কয়েকটি বাড়ির উঠোনে বড়সড় ফাটল তৈরি হয়। কিন্তু সেই সময় বাড়িতে কেউ না থাকায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়। এলাকাবাসীর দাবি, একাধিকবার ইসিএল কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনও ব্যবস্থা নেয়নি তাঁরা।শুধু স্থানীয় মানুষজন নয়, বাড়ি ফাটলের এই ঘটনা নিয়ে ইসিএল কর্তৃপক্ষকে দায়ী করেছেন স্থানীয় লাউদোহা গ্রাম পঞ্চায়েত সদস্যও। লাউদোহা গ্রাম পঞ্চায়েতের সদস্য লতিকা সাহা বলেন, এই বাড়িগুলিতে ফাটল ধরছে তবুও দেখছে না ইসিএল কর্তৃপক্ষ। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা৷ আতঙ্কে এখন এলাকাবাসীরা বাড়ির বাইরে রাত কাটাচ্ছে৷ তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন শিরষা গ্রামের বাসিন্দারা৷
Hindustan TV Bangla Bengali News Portal