Breaking News

চলতি মরসুমে শীতলতম দিন রাজ্যে,গত ৫ বছরের রেকর্ড ভেঙে শীতলতম নভেম্বর,সপ্তাহান্তে আরও বাড়বে ঠান্ডা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নভেম্বরের শেষ সপ্তাহে শীতের প্রাবল্য বাড়ল। চলতি মরসুমের শীতলতম দিন বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা নামল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে,যা বিগত ৫ বছরের তাপমাত্রার ইতিহাসে নভেম্বরে এমন ঘটনা বিরল। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।বুধবার কলকাতা শহরে তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সেই মাত্রা আরও কমল। পারদ নামল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার কলকাতায় তাপমাত্রা কমায় সকাল থেকেই শীত অনুভূত হচ্ছে মহানগরে। নভেম্বর মাসে এত কম তাপমাত্রা গত পাঁচ বছরে অনুভব করেননি শহরবাসী। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী চার-পাঁচ দিনে এমন ঠান্ডা থাকবে। সপ্তাহের শেষে তাপমাত্র আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া-সহ পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নামতে পারে বলে পূর্বাভাস। তবে তাপমাত্রা কমলেও কলকাতায় শীত পড়েছে এ কথা বলতে নারাজ আবহাওয়াবিদরা। কারণ মহানগরে তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামলে তবেই তাকে শীত বলা হবে। তবে আগামী কয়েকদিন রাজ্যের উত্তর অংশে ও দক্ষিণ অংশে শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন রাজ্যে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী চার-পাঁচ দিনে এমন ঠান্ডা থাকবে। সপ্তাহের শেষে অন্তত তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে পশ্চিমাঞ্চলের জেলায়। বিশেষত বিহার ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও সপ্তাহের শেষে ২ ডিগ্রি কমবে তাপমাত্রা এমনটাই ইঙ্গিত। পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এই জেলাগুলিতে শীতের প্রভাব বেশি থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *