Breaking News

রাজ্য নিয়োগ করতে চাইলে বাধা দেওয়া হচ্ছে, বিধানসভায় উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রীর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্য সরকার বিভিন্ন শূন্যপদে নিয়োগ করতে তৎপর। কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বের হলে কোনও না কোনওভাবে মামলা করা হচ্ছে। আর এই বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এমনটাই জানালেন রাজ্যের প্রশাসনিক প্রধান।বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “যখনই আমরা লোক নিতে চাই তখনই কেউ কোর্টে চলে যাচ্ছে। আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে চলে আসছে। আমরা ৩ মাসের মধ্যে নিয়োগ শেষ করতে চাই। কিন্তু কোর্টে লড়তে গিয়েই সব টাকা চলে যাচ্ছে।” এরপরই মুখ্যমন্ত্রীর বিচারব্যবস্থার উদ্দেশে অনুরোধ করে বলেন,”কোর্টকে বলব এটা দেখতে। বিচারব্যবস্থা মানুষের জন্যই, মানুষের জন্যই হোক। বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে।”প্রসঙ্গত শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। রাজ্যের তরফে নিয়োগের জন্য যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেখানে প্রশ্ন তুলে মামলা করা হচ্ছে। আর যার ফলে দীর্ঘায়িত হচ্ছে চাকরিপ্রার্থীদের নিয়োগের আশা। বিষয়টি নিয়ে আগেও তৃণমূল কংগ্রেসের নেতারা দাবি করেছিলেন, বিরোধীরা চাকরিপ্রার্থীদের নিয়ে রাজনীতি করে তাদের নিয়োগে দেরি করাচ্ছে। এবার বিষয়টি নিয়ে সরব হলেন খোদ মুখ্যমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *