প্রসেনজিৎ ধর, কলকাতা :- জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন হতে পারে শনিবার। সম্ভবত শনিবারই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে জোকা–তারাতলা মেট্রো রুটের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওইদিন কলকাতায় আসছেন পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে। নবান্ন সভাঘরে ওই বৈঠকের পরই অমিত শাহ নয়া মেট্রো রুটের উদ্বোধন করতে যাবেন বলে সূত্রের খবর। মেট্রো ভবন সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সময় পাওয়া গিয়েছে। তাই এই রুটের উদ্বোধনের যাবতীয় আয়োজন করা হচ্ছে। যদিও কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা মুখে কুলুপ এঁটেছেন। এই বিষয়ে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘মেট্রো উদ্বোধন নিয়ে এখনও নিশ্চিত কোনও খবর নেই। তবে আমরা চাইছি এটা বড়দিনের উপহার হোক রাজ্যবাসীর কাছে।’ সূত্রের খবর, রাত পোহালেই শনিবার। আর সেদিন নবান্ন সভাঘরে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে নয়া মেট্রো রুটের উদ্বোধন করতে যাবেন অমিত শাহ। ২০১০ সালে রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কি না, সেটা জানা যায়নি।রেল মন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রক দুই জায়গাতেই ইতমধ্যে চিঠি পাঠিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষ চাইছেন অমিত শাহের উপস্থিতিতেই এই রুটের উদ্বোধন করতে। এই জোকা থেকে তারাতলা রুটে মোট ছয় স্টেশনের সার্ভিস শুরু করার চেষ্টা করছে মেট্রো কর্তৃপক্ষ। এই ছয় স্টেশনের সার্ভিস শুরু জন্যই চিঠি পাঠানো হয়েছে। অন্যদিকে মেট্রোর তরফে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রাখা হয়েছে। যাতে সবুজ সংকেত এলেই মেট্রো পরিষেবা চালু করে দেওয়া যায়। যদিও রেল মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এখনও নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি যে অমিত শাহ এই উদ্বোধন করবেন কিনা। মেট্রো সূত্রে খবর, এই পর্যায়ে থাকছে মোট ছ’টি স্টেশন। এই স্টেশনগুলি হল— জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। এই মেট্রো পথে এখনও স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা বসানো হয়নি। তাই পুরোপুরি মেট্রো চালানো যাবে না। ‘ওয়ান মেট্রো সার্ভিস’ দিয়ে আপাতত এই রুট চালু করা হচ্ছে। অর্থাৎ একটি মাত্র ট্রেন যাত্রী নিয়ে তারাতলা থেকে জোকা যাবে। সেটিই আবার উল্টোপথে ফিরে আসবে তারাতলায়।