Breaking News

ফের দুর্ঘটনা ভোরের শহরে!মা উড়ালপুলে মদ্যপ অবস্থায় লাইটপোস্টে ধাক্কা গাড়ির

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের দুর্ঘটনা, এবার মা উড়ালপুলের দেওয়ালে ধাক্কা গাড়ির। এক সপ্তাহে পরপর তিনবার মা উড়ালপুলে পথ দুর্ঘটনা ঘটল। আজ, শুক্রবার সাতসকালে গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে এবং টপকে অন্য লেনে চলে যায়। বারবার এমন পথ দুর্ঘটনা ওই এলাকায় হওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে ভুগছেন। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সাতসকালে একটি বিকট শব্দ হয়। তখন দেখা যায়, একটি গাড়ি লাইটপোস্টে ধাক্কা মারে। গাড়িতে থাকা চালক–সহ ৫ আরোহী সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। গুরুতর আহত যাত্রীর মুখ দিয়ে গন্ধও বের হচ্ছিল। আজ সকাল ৬টা নাগাদ সল্টলেক থেকে পার্ক সার্কাসগামী একটি গাড়ি লাইটপোস্টে ধাক্কা মারে। তারপর রাস্তার একপার থেকে ডিভাইডার টপকে অন্য লেনে ঢুকে যায়। এমনকী গাড়িটি উড়ালপুলের দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা মারে। তখন ঘুরে যায় গাড়ির গতিমুখ।এই পথ দুর্ঘটনায় গাড়ির এক যাত্রী গুরুতর জখম হয়। তবে চালক–সহ বাকি ৪ জন পালিয়ে যায় বলে সূত্রের খবর। গুরুতর আহত যাত্রীকে চিকিৎসার জন্য ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চালক সহ বাকি চার জন পালিয়ে গেলেও, পায়ে মারাত্মক আঘাত লাগায় সেহবাজ নামে এক যুবক পালাতে পারেনি। ভাঙা গাড়ির সামনে পরে দীর্ঘক্ষণ তাকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। এরপর তিলজলা ট্রাফিক গার্ডের পুলিস তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।একসপ্তাহের মধ্যে এমন পরপর পথ দুর্ঘটনা বেশ ভাবিয়ে তুলেছে। তাহলে কি পর্যাপ্ত নজরদারির অভাবেই ঘটছে পথ দুর্ঘটনা? উঠছে প্রশ্ন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *