Breaking News

বাড়ল উদ্বেগ!কলকাতা বিমানবন্দরে ব্রিটিশ মহিলা সহ ২ বিদেশি নাগরিকের কোভিড রিপোর্ট পজিটিভ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আক্রান্তের খোঁজ পাওয়া গেল কলকাতা বিমান বন্দরে। আরটিপিসিআরে এক ব্রিটিশ মহিলা সহ ২ বিদেশি নাগরিকের রিপোর্ট এসেছে পজিটিভ। বিএফ.৭ ভ্যারিয়েন্ট কি না, তা জানতে পরীক্ষা চালানো হচ্ছে। জিনোম সিকোয়েন্সিংয়ের পরেই তা জানা যাবে।কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, বিমানবন্দরে ওই বিদেশি যাত্রীর (৪৮ বছর) করোনার উপসর্গ আছে। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে। তারপরই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে নিয়ে করা হয় একাধিক স্বাস্থ্যপরীক্ষা। আপাতত তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে বলে বেলেঘাটা আইডি হাসপাতালে সূত্রে খবর। সূত্রের আরও খবর, গত শনিবার দুবাই থেকে কলকাতায় ফেরা এক ব্যক্তিও করোনা আক্রান্ত হয়েছেন। অর্থাৎ এনিয়ে কলকাতায় নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ২। সোমবার সকালে দমদম বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে একটি বিমান অবতরণ করে। সেখানে সব যাত্রীর করোনা পরীক্ষা করা হয়। ব্রিটিশ মহিলার পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে তাঁকে সঙ্গে সঙ্গে বেলেঘাটা আইডি-তে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, তিনি কুয়ালালামপুর থেকে কলকাতা হয়ে বুদ্ধগয়া যাচ্ছিলেন। বিমানে ছিলেন ৩৩ জন যাত্রী। মাঝে কলকাতায় কোভিড পজিটিভ হওয়ায় তিনি এখন হাসপাতালেই থাকবেন। তাঁর নমুনা সংগ্রহ করে পাঠানো হবে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। কলকাতার ট্রপিক্যাল ইনস্টিটিউটে রয়েছে এই পরীক্ষার পরিকাঠামো। এমনিতে কেন্দ্রের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে চিন, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর টেস্ট করতে হবে। অন্য দেশ থেকে আগত যাত্রীদের বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করার কোনও নির্দেশিকা জারি করা হয়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *