Breaking News

হাইল্যান্ড পার্কের বারে ঝামেলা, বচসার জেরে কামালগাজির কাছে গুলি! গ্রেফতার ১

প্রসেনজিৎ ধর, কলকাতা :-খাস কলকাতায় আবার শ্যুটআউটের ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গেল। হাইল্যান্ড পার্কের এক পানশালায় বচসা থেকেই এই শুটআউটের ঘটনা ঘটে বলে খবর। গাড়িতে তুলে কামালগাজির কাছে নিয়ে গিয়ে গুলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকী সেখানে দু’‌রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা শনিবারের। ওইদিন রাত সাড়ে ১০টা নাগাদ পিণ্টু বাগ গিয়েছিলেন হাইল্যান্ড পার্কে, তাঁর বন্ধু জিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। তাঁরা মেট্রোপলিস মলের এক পানশালায় কিছুক্ষণ সময় কাটান। তারপর সেখান থেকে বেরিয়ে আরেকটি পানশালায় ঢোকেন পিণ্টু-জিৎ। সেখানেই তাঁদের সঙ্গে স্লট বুকিং নিয়ে দুই যুবকের বচসা শুরু হয়। কিছুক্ষণ পর পরিস্থিতি খানিকটা শান্ত হয়। পিণ্টুর অভিযোগ, এরপর তিনি পানশালার নিচে এসে খেয়াল করেন, ওই দুই ব্যক্তি নিচে বসে রয়েছেন। তাঁকে দেখেই তাঁরা টেনে নিয়ে গিয়ে একটি গাড়িতে তুলে নেন।পিণ্টুর আরও অভিযোগ, তাঁর চোখ বেঁধে গাড়িতে নিয়ে যাওয়ার পর সোনার চেন, ঘড়ি, মোবাইল ফোন ছিনতাই করা হয়। এরপর কামালগাজির একটি ঠান্ডা পানীয়র কারখানার সামনে নিয়ে গিয়ে গাড়ি থেকে নামিয়ে ২ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি পিণ্টুর বাঁ হাতে লাগে। আঘাত সামলে কোনওক্রমে দুষ্কৃতীদের কবল থেকে ছুটে নিরাপদ জায়গায় পালিয়ে যেতে সক্ষম হন তিনি। গভীর রাতে এসব ঘটনার পর তাঁকে পরদিন ভোরে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে খবর, শুটআউটের জেরে জখম ব্যক্তির নাম পিন্টু বাগ। নরেন্দ্রপুর থানায় মেডিক্যাল রিপোর্ট–সহ তিনি এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন। সেখানে তিনি সঞ্জয় নামে এক ব্যক্তিকে দায়ী করেছেন। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের নাম অভিযোগপত্রে উল্লেখ করেছেন গড়িয়ার বাসিন্দা পিণ্টু বাগ। পিন্টুবাবুর অভিযোগের ভিত্তিতে সাবির মণ্ডল ওরফে বাপিকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *