দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের ব্যস্ত সময়ে ব্যাহত মেট্রো পরিষেবা। ব্রেকে সমস্যার কারণে রবীন্দ্র সদনে আটকে পড়ল দমদমগামী মেট্রো। দীর্ঘক্ষণ ওই স্টেশনে আটকে পড়ে মেট্রো। যার জেরে আপ লাইনে বন্ধ পরিষেবা। এদিন দুপুরে পৌনে এক ঘন্টা ধরে থমকে থাকে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলাচল। যার ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।মেট্রো রেল সূত্রে খবর, কবি সুভাষ ও দক্ষিণেশ্বর রুটে মঙ্গলবার একটি মেট্রোর ব্রেক খারাপ হয়ে গিয়েছিল। যার জেরে ট্রেনটিকে দাঁড় করিয়ে রাখা হয়। থমকে যায় এই রুটের পরিষেবা। আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, আপ লাইনে রেক না ঘুরলে কবি সুভাষের দিকেও গাড়ি নেওয়া যাচ্ছে না। ফলে আপ এবং ডাউন দুই দিকেই পরিষেবা বন্ধ রাখতে হয়। যদিও ৪৫ মিনিট পর মেট্রো চালু করা সম্ভব হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।যাত্রীদের দাবি, দুপুর ১টা নাগাদ রবীন্দ্র সদন স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোর একটি ট্রেন থেমে যায়। এরপর যাত্রীদের ট্রেন থেকে নেমে যেতে বলা হয়। যাত্রী নামিয়ে খালি মেট্রো নিয়ে নোয়াপাড়া স্টেশনের দিকে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু ময়দানে পৌঁছে মেট্রোর রেকটি আবার থেমে যায়। ফলে এই জটিলতার মাঝে পড়ে এই রুটের মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয় কর্তৃপক্ষের তরফে। দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ মেট্রো চলাচল শুরু হলেও নির্ধারিত সময় অনুযায়ী ট্রেন চলেনি। দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল বলে এই অবস্থা তৈরি হয়েছে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের।এই ঘটনার পর শোরগোল পড়ে যায় মেট্রো স্টেশনগুলিতে। এই বিষয়ে মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র জানান ‘রবীন্দ্র সদনে আমাদের ব্রেক সমস্যা দেখা দিয়েছিল। তাই ব্রেক বাইন্ডিংয়ের কাজ চলছিল। তার জেরেই আপ লাইনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। তবে ডাউন লাইনে তেমন কোনও সমস্যা হয়নি।’