Breaking News

ভিআইপি পরিষেবা এবার কলকাতা মেডিক্যাল কলেজে !আগামী মাসেই শুরু প্রাইভেট কেবিন পরিষেবা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসএসকেএম -এর উডবার্নের পর এবার কলকাতা মেডিক্যাল কলেজেও মিলবে প্রাইভেট কেবিন পরিষেবা। দুটি ফ্লোরে থাকছে মোট ২৬টি কেবিন। দৈনিক প্রতি রোগীপিছু ভাড়া পড়বে দেড় থেকে আড়াই হাজার টাকার মধ্যে। কেবিনগুলিতে থাকছে অত্যাধুনিক পরিষেবা। ১ মার্চ থেকে পরিষেবা শুরুর লক্ষ্যমাত্রা রেখেছে কর্তৃপক্ষ।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতিটি কেবিনের সঙ্গে সংযুক্ত থাকবে স্নান, টেলিভিশন সেট। এছাড়া দর্শনার্থীদের জন্য বসার জায়গার মতো অতিরিক্ত সুবিধা থাকবে। কেবিনগুলির কাজ চলছে। আগামী মার্চের মধ্যে এই ব্যক্তিগত কেবিনগুলিকে চালু করতে চাইছে। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ধাঁচেই কেবিনগুলি তৈরি করা হবে।বেসরকারি হাসপাতাল গুলিতে যেমন প্রাইভেট কেবিন থাকে ,পরিষ্কার সুন্দর প্রাইভেট কেবিন পাওয়া যাবে এবার কলকাতা মেডিকেল কলেজে। সেই প্রাইভেট কেবিন তৈরির কাজ দ্রুতই চালু হবে এমনটাই জানিয়েছেন মেডিকেল কলেজের সুপার অঞ্জন চৌধুরী। যদিও এই ধরনের প্রাইভেট কেবিন সরকারি হাসপাতালে খোলার পরিকল্পনা দীর্ঘদিনের ছিল। অবশেষে তা বাস্তবায়িত হতে চলেছে। রাজ্যে সর্বপ্রথম সরকারি হাসপাতাল হিসেবে এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডে প্রাইভেট কেবিন তৈরি হয় বেসরকারি সহায়তায় ।

এবার সেই পথে হাঁটছে কলকাতা মেডিকেল কলেজ।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মেডিক্যালের সুপারস্পেশালিটি বিল্ডিংয়ের ৮ এবং ৯ তলায় এই কেবিনগুলি তৈরি করা হচ্ছে। প্রতিটি তলায় ১৩টি করে কেবিন থাকবে। অর্থাৎ সবমিলিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ব্যক্তিগত কেবিনের সংখ্যা থাকবে ২৬টি। প্রসঙ্গত করোনা অতিমারি চলাকালীন পুরো সুপারস্পেশালিটি বিল্ডিংটিকে কোভিড ১৯ কেয়ারইউনিটে করা হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৯ তলায় ১৩টি কেবিন তৈরির কাজ প্রায় শেষের দিকে এবং ৮ তলায় কেবিন তৈরির কাজ এখনও চলছে। মার্চের শুরুতে কিছু কেবিন চালু করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক সুদীপ্ত রায়। দু’ধরনের কেবিন তৈরি করা হচ্ছে এই হাসপাতালে। যার মধ্যে কিছু কেবিনে একজন করে রোগী থাকতে পারবেন এবং কিছু কেবিনে দুজন করে রোগী থাকতে পারবেন। সিঙ্গেল কেবিনগুলির প্রতিদিনের চার্জ ২,৫০০ টাকা এবং অন্যগুলির ক্ষেত্রে প্রতিদিন হিসেবে ২,০০০ টাকা করে দিতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *